IPL Auction 2025 Live

India vs Pakistan, Men’s Asian Champions Trophy 2021, Hockey Live Streaming: হকিতে আজ ভারত বনাম পাকিস্তান; কোথায়, কীভাবে দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?

হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Men’s Asian Champions Trophy 2021) ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ঢাকায় হবে ম্যাচটি। ভারত উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মঙ্গলবার টুর্নামেন্টের তাদের প্রথম খেলায় জাপানের সঙ্গে গোলশূন্য ড্র করে পাকিস্তান। যদিও মালয়েশিয়ার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি শেষ মুহূর্তে হয়নি।

Indian Men's Hockey Team (Photo Credits: IANS)

হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Men’s Asian Champions Trophy 2021) ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ঢাকায় হবে ম্যাচটি। ভারত উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। মঙ্গলবার টুর্নামেন্টের তাদের প্রথম খেলায় জাপানের সঙ্গে গোলশূন্য ড্র করে পাকিস্তান। যদিও মালয়েশিয়ার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি শেষ মুহূর্তে হয়নি।

তবে, বুধবার বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়ে মেন ইন ব্লু কিছুটা ছন্দ খুঁজে পেয়েছে। এই জয় তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আত্মবিশ্বাস যোগাবে। শেষবার উভয় এশিয়ান হেভিওয়েট একে অপরের বিরুদ্ধে খেলেছিল ২০১৮ সালে। যেখানে ভারত ৩-১ গোলে পাকিস্তানকে হারিয়েছিল। ভারত বর্তমানে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। একটি জয় পেলেই টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের স্থান নিশ্চিত হবে। অন্য়দিকে, চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। আরও পড়ুন: Northeast United FC vs SC East Bengal, ISL 2021-22: ইন্ডিয়ান সুপার লিগে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল, জয়ে পেতে মরিয়া লাল-হলুদ শিবির

ভারত বনাম পাকিস্তান পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোথায়, কখন রয়েছে?

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি-র ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি ঢাকা বাংলাদেশের মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি আজ ১৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ৩টে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

কোন টিভি চ্যানেল দেখাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব রয়েছে। এটি স্টার স্পোর্টস ১/১ এইচডি, স্টার স্পোর্টস ২/২ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ২/সিলেক্ট ২ এইচডি, ডিজনি+ হটস্টার এবং ডিডি স্পোর্টসে সরাসরি দেখানো হবে।

কী ভাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ডিজনি+ হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে