ICC Under 19 WC 2024 Final, IND vs AUS: ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে ২৫৪ রান করতে হবে টিম ইন্ডিয়াকে

টানা দ্বিতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে হলে ভারতকে ২৫৪ রান করতে হবে। ফাইনালে বেনোনিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল করল ৭ উইকেটে ২৫৩ রান।

Uday Saharan. (Photo Credits: BCCI/X)

টানা দু'বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (ICC Under-19 World Cup 2024) জিততে হলে ভারতকে ২৫৪ রান করতে হবে। ফাইনালে বেনোনিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল করল ৭ উইকেটে ২৫৩ রান। ১৮১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল অজিরা। কিন্তু শেষের দিকে ভাল খেলে অজিরা লড়ার মত স্কোর করে।

ফাইনালে অস্ট্রেলিয়ার ছোটদের পক্ষে সর্বোচ্চ রান করেন- হরজস সিং (৫৫)য়ের। ভাল খেলে অজি অধিনায়ক হুগো উইবগেন (৪৮), ওলিভার পিয়েকে (৪৬) ও হ্যারি ডিক্সন (৪২)-এর। ভারতের পেসার রাজ লিম্বানি ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নমন তিওয়ারি ২টি ও সৌম্য পান্ড ও মুশের খান ১টি করে উইকেট পান। রান তাড়া করতে নেমে ভারতের সবচেয়ে বড় ভরসা হল উদয় সহরন ও সচিন ধাসের উপর।

দেখুন খবরটি

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত টানা পাঁচটা বিশ্বকাপের ফাইনালে খেলেছে। গত বছর ইংল্যান্ডকে হারিয়ে ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল যশ ধুল-এর ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল।