India tour of West Indies 2023: ভারতের ক্যারিবিয়ান সফরের সূচি ঘোষিত, জানুন কবে কী খেলা

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া।

Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

India tour of West Indies 2023 Full Schedule: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর নতুন পথ চলা শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। এক মাস বিশ্রামের পর আগামী ১২ জুলাই থেকে টিম ইন্ডিয়া নামবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান সফরের শেষ দুটি ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

ক্যারিবিয়ান সফরে টেস্ট ম্যাচগুলি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ অন্তর্গত। ফলে সেখানে পুরো পয়েন্ট নেওয়ার তাগিদ থাকবে। জোর জল্পনা ওয়েস্ট ইন্ডিজে টেস্ট দলে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়েড়, মুকেশ কুমার-কে। টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা খেলছেন না। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজে খেলবে ভারত। রিঙ্কু সিংকে টি টোয়েন্টি দলে দেখা যেতে চলেছে বলে খবর। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হবে টি২০ বিশ্বকাপ। তাই হার্দিকদের কাছে টি-২০ সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আগামী ১২ জুলাই থেকে টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সিরিজ শুরু হবে। দু ম্য়াচের টেস্ট সিরিজ দিয়ে শুরু সফর। তারপর ২৭ জুলাই থেকে শুরু ওয়ানডে সিরিজ। সবার শেষে ৩ অগাস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সফর শেষ হবে ১৩ অগাস্ট। পূর্ণশক্তিতেই টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলবে ভারত। তবে টি-২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম দিয়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে কয়েকজন নতুন মুখকে নিয়ে খেলতে পারে ভারত।

দেখুন টুইট

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া জিতেছিল ৩-০। আর টি টোয়েন্টিতে ভারত জেতে ৪-১। এবারও দুর্বল ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে তেমন ফলই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার সূচি

ওয়েস্ট ইন্ডিজে ভারতের দু'ম্যাচের টেস্ট সিরিজ-

প্রথম টেস্ট- ১২ জুলাই থেকে শুরু, ডোমেনিকা

দ্বিতীয় টেস্ট- ২০ জুলাই থেকে শুরু, ত্রিনিদাদ

ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ: ২৭ জুলাই, বার্বাডোজ

দ্বিতীয় ম্যাচ: ২৯ জুলাই, বার্বাডোজ

তৃতীয় ম্যাচ: ১ অগাস্ট, ত্রিনিদাদ

টি-২০ সিরিজ

প্রথম ম্যাচ: ৩ অগাস্ট (ত্রিনিদাদ)

দ্বিতীয় ম্যাচ: ৬ অগাস্ট (গায়না)

তৃতীয় ম্যাচ: ৮ অগাস্ট (গায়ানা)

চতুর্থ ম্যাচ: ১২ অগাস্ট, ফ্লোরিডা (আমেরিকা)

পঞ্চম ম্যাচ: ১৩ অগাস্ট, ফ্লোরিডা ৯আমেরিকা)

(সাধারণ টিভিতে বিনামূল্য দেখা যাবে দূরদর্শন ও ডিডি স্পোর্টসে)

(মোবাইল, কম্পিউটার, ট্যাব, স্মার্ট টিভিতে বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমায়)