Team India: চারটে পরিবর্তন করে কেপটাউনে প্রথমে বল করছে ভারত, খেলছেন সূর্য-কৃষ্ণা-জয়ন্ত-চাহার

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে বল করছে ভারত। হোয়াইটওয়াশ রোখার ম্যাচে প্রথম একাদশে চারটি পরিবর্তন করলেন অধিনায়ক লোকেশ রাহুল।

Prasidh Krishna (Photo Credits: BCCI)

কেপটাউন, ২৩ জানুয়ারি: কেপটাউনে (Cape Town ODI) দক্ষিণ আফ্রিকা (South Africa)-র বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে বল করছে ভারত (Team India)। হোয়াইটওয়াশ রোখার ম্যাচে প্রথম একাদশে চারটি পরিবর্তন করলেন অধিনায়ক লোকেশ রাহুল। দলে এলেন সূর্যকুমার যাদব। পরপর দুটো ম্যাচে ব্যর্থ ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে খেলছেন সূর্য। ওয়ানডে দলে ফিরে সেভাবে কিছু করতে না পারা রবীচন্দ্রন অশ্বিনের জায়গায় খেলছেন জয়ন্ত যাদব। ওয়াশিংটন সুন্দর করোনা আক্রান্ত হওয়ায়, তাঁর পরিবর্ত হিসেবে ওয়ানডে সিরিজে খেলছেন জয়ন্ত যাদব।

টেস্ট সিরিজের পুরোটা রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর স্পিনার-অলরাউন্ডার জয়ন্ত শেষ আফ্রিকা সফরের শেষ ম্যাচে খেলতে নামলেন। এর পাশাপাশি ভূবনেশ্বর কুমারের পাশাপাশি দীপক চাহারকে সুযোগ দেওয়া হল। শার্দুল ঠাকুরের জায়গায় কেপটাউনে কেকেআর-এর হয়ে আইপিএলে ভাল খেলা পেসার প্রসিদ কৃষ্ণাও খেলছেন। তবে জশপ্রীত বুমরা খেলছেন। তার মানে ভারত নামল উইকেটকিপার সহ ছয় স্পেসালিস্ট ব্যাটসম্যান, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে উঠে সানিয়ার মুখে রামের নাম

সবাই সুযোগ পেলেও চেন্নাই সুপার কিংয়ের হয়ে গত আইপিএলে অবিশ্বাস্য খেলা ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় রিজার্ভ বেঞ্চেই থাকলেন। পার্লে ওয়ানডে সিরিজের প্রথছম দুটি ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ভারত। টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়া ১-২ হেরেছে।

কেপটাউনে ভারতের প্রথম একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ  পন্থ, জয়ন্ত যাদব, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা।