পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই এমার্জিং কাপের সেমিফাইনালে ভারত

সংযুক্ত আরবআমিরশাহির পর সোমবার নেপালকে ৯ উইকেটে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠল ভারতীয় এ দল।

সংযুক্ত আরবআমিরশাহির পর সোমবার নেপালকে ৯ উইকেটে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠল ভারতীয় এ দল। বুধবার গ্রুপের শেষ ম্য়াচে ভারত এ- পাকিস্তান এ দলের খেলায় ঠিক হবে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কারা উঠবে। ভারতীয় এ দলের মত পাকিস্তানও গ্রুপে তাদের দুটি ম্য়াচে জিতেছে। তবে ভারতীয় এ দলের নেট রান রেটে ভাল থাকায়, তারাই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ভারতীয় এ দল তাদের প্রথম ম্যাচে ইউএই-কে ৮ উইকেটে হারিয়েছিল।

কলম্বোয় এদিন নেপাল মাত্র ১৬৮ রানে অল আউট হয়ে যায়। ভারতীয় এ দল মাত্র ২২.১ ওভারে ১ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৬৯ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। সাই সুদর্শন ৫৮ রানে অপরাজিত থাকেন। অভিষেক-সাই সুদর্শন ওপেনিং জুটিতে ১১৪ বলে ১৩৯ রান করেন।

দেখুন টুইট

নেপালকে ১৬৭ রানে বেঁধে রাখার পিছনে বড় ভূমিকা নেন নিশান্ত সিন্ধু (৪/১৪) ও রাজবর্ধন হাঙ্গারকর (৩/২৫)।