India vs Zimbabwe: স্মরণীয় সেঞ্চুরি করেও ট্র্যাজিক হিরো রাজা, গিলের অনবদ্য ১৩০-এ ৩-০ সিরিজ জয় রাহুলদের
রাজার মতো খেলেও ভারতের বিরুদ্ধে অঘটন ঘটাতে পারল না জিম্বাবোয়ে। সোমবার হারারে-তে জিম্বাবোয়েকে ১৩ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ ৩-০ জিতল লোকেশ রাহুলের দল।
হারারে, ২২ অগাস্ট: রাজার মতো খেলেও ভারতের বিরুদ্ধে অঘটন ঘটাতে পারল না জিম্বাবোয়ে। সোমবার হারারে-তে জিম্বাবোয়েকে ১৩ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ ৩-০ জিতল লোকেশ রাহুলের দল। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল জিম্বাবোয়ে। তখন মনে হচ্ছিল একপেশেভাবেই সিরিজ শেষ হবে। কিন্তু সেখান থেকে অধিনায়ক সিকান্দার রাজা ৯৫ বলে ১১৫ রানের যে অবিশ্বাস্য ইনিংস খেললেন, তা যে কোনও ডেভিড বনাম গোলিয়াথের ম্যাচে পিছিয়ে থাকা দলের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে থেকে যাবে।
একটা সময় মনে হচ্ছিল রাজা ম্যাচ বের করে নেবেন। কিন্তু সতীর্থদের সহায়তা না পেয়ে একেবারে শেষের দিকে আউট হন। রাজা ফিরতেই জয় নিশ্চিত হয় ভারতের। ৬৬ রানে ৩ উইকেট নিলেন আবেশ খান। আরও পড়ুন-বুমরা, আফ্রিদি-দের পর এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আরও এক তারকা পেসার
দেখুন টুইট
দীপক চাহার, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নিলেন। দীপক হুডা টানা ১৮টা আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়লেন। যদিও ব্যাট হাতে মাত্র এক আর বল হাতে একটা ওভার হাত ঘোরান হুডা। এদিন ভারতের জয়ের নায়ক শুবমন গিল। ১৩০ রানের ইনিংস খেলে ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন হুডা। ভারতের পরবর্তী ম্যাচ ২৮ অগাস্ট,রবিবার দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও রোহিত শর্মার নেতৃত্বে নামতে চলা এশিয়া কাপে ভারতীয় দল জিম্বাবোয়েতে ৩-০ জেতা সিরিজের দলটা থেকে একেবারেই অন্যরকম হবে।
সোমবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে গিল ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন। পাশাপাশি এদিন ১৩০ রান করে, সচিন তেন্ডুলকরের (১২৭ রান) রেকর্ড ভেঙে জিম্বাবোয়ের মাটিতে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান করার নজিরও গড়়বলেন গিল। এটা গিলের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এটি প্রথম তিন অঙ্কের ইনিংস। ১১টা টেস্ট খেলে গিল চারটে হাফ সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ রান ৯১। জাতীয় দলে অভিষেকের তিন বছর পর সেঞ্চুরি করলেন পঞ্জাবের ২২ বছরের তারকা এই ব্যাটার।