India at the Paralympics 2024: ৭ সোনা ২৯ পদকে শেষ ভারতের প্যারিস প্যারালিম্পিক্স, সর্বকালের সেরা পারফরম্যান্সে উজ্জ্বল অবনীরা
ভারতের খেলাধুলোর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে প্যারিস প্যারালিম্পিক গেমস ২০২৪। ৭টি সোনা, ৯টি রুপো সহ মোট ২৯টি পদক পেয়ে ভারতীয়দের আইফেল টাওয়ারের দেশে প্যারালিম্পিক্সে অভিযান শেষ হল।
প্যারিস, ৮ সেপ্টেম্বর: ভারতের খেলাধুলোর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে প্যারিস প্যারালিম্পিক গেমস ২০২৪ (Paris Paralympics 2024)। ৭টি সোনা, ৯টি রুপো সহ মোট ২৯টি পদক পেয়ে ভারতীয়দের আইফেল টাওয়ারের দেশে প্যারালিম্পিক্সে অভিযান শেষ হল। পদক তালিকায় প্যারিস প্যারালিম্পিকে ভারত ১৮ নম্বরে শেষ করল। টোকিও প্যারা গেমসে ভারত ৫টি সোনা সহ ১৯টি পদক জিতেছিল। সেই সাফল্যকেও ছাপিয়ে প্যারালিম্পিক্সে সর্বকালের সেরা পারফরম্যান্স প্যারিসে মেলে ধরলেন ভারতীয়রা।
এবার ১৯৬৮ তেল আভিভ গেমস থেকে ভারত প্যারালিম্পিক্সে অংশ নিয়েছে। এরপর ১৯৭৬ টোরন্টো ও ১৯৮০ আর্নহেম প্যারালিম্পিক্সে অংশ নেয়নি ভারত। কিন্তু এরপর থেকে সব কটা প্যারালিম্পিক্সে খেলছেন ভারতীয়রা। ভারত এবার নিয়ে মোট ১৩টি প্যারালিম্পিক্সে অংশ নেয়, তার মধ্যে সফলতার বিচারে প্যারিসই সেরা। ১৯৬৮ তেল আভিভ থেকে ২০১৬ রিও প্যারালিম্পিক্স- ভারতের মোট সোনার পদক ছিল ৪টি। সেখানে গত দুটি-টোকিও এবং প্যারিস মিলিয়ে ভারত প্যারালিম্পিক্স থেকে জিতল ১২টি স্বর্ণপদক। পদকের কথা বললে, ১৯৬৮ তেল আভিভ থেকে ২০১৬ রিও প্যারালিম্পিক্স- ভারতের মোট পদক ছিল ১২টি। সেখানে গত সেখানে গত দুটি-টোকিও এবং প্যারিস মিলিয়ে ভারত প্যারালিম্পিক্স থেকে জিতল ৪৮টি পদক।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়তেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মঈন আলির
বোঝাই যাচ্ছে ভারত গ্রীষ্মকালীন অলিম্পিক্সে সাফল্য না পেলেও দেশের প্যারা অ্য়াথলিটরা কিন্তু শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন। প্যারালিম্পিয়ানদের পিছনে ভারত খুব কম টাকা খরচ করে। কিন্তু তারপরেও অবনী লেখারা, সুমিত অ্যান্তিলরা টানা দুটি গেমসে সোনা জিতলেন। প্যারিসের পথে এগিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলস প্যারালিম্পিক্সে এবার ভারতীয়দের লক্ষ্য হওয়া উচিত পদক তালিকায় প্রথম দশে থাকা।
প্যারিস প্যারালিম্পিক্সে সোনাজয়ী ভারতীয়রা--
১) অবনী লেখারা (শ্যুটিং/R2 ১০ মিটার এয়ার রাইফেল )
২) নীতেশ কুমার (ব্যাডমিন্টন/SL3 পুরুষদের সিঙ্গলস) )
৩) সুমিত আন্তিল (জ্যাভলিন থ্রো/ F64 পুরুষদের)
৪) হরবিন্দর সিং (তিরন্দাজি/ব্যক্তিগত রিকার্ভ))
৫) ধর্মেন্দ্র নাইন (ক্লাব থ্রো/F51 পুরুষদের)
৬) প্রবীণ কুমার (হাইজাম্প/T64 পুরুষদের)
৭) নভদীপ সিং (জ্যাভলিন থ্রো/F41 পুরুষদের)
প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের সফলতম পাঁচটি গেমস
১) প্যারিস ২০২৪- ৭টি সোনা সহ ২৯টি পদক
২) টোকিও ২০২০- ৫টি সোনা সহ ১৯টি পদক
৩) রিও ২০১৬- ২টি সোনা সহ ৪টি পদক