ICC Rankings: ১৫ মাস পর অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত
আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে মানসিক দিক থেকে এগিয়ে থাকার উপাদান পেল টিম ইন্ডিয়া।
আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে মানসিক দিক থেকে এগিয়ে থাকার উপাদান পেল টিম ইন্ডিয়া। দীর্ঘ ১৫ মাস পর আইসিসি টেস্ট ব়্য়াঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠল ভারত। সম্প্রতি বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া তাদের দেশের মাটিতে ২-১ জেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সুবাদেই প্যাট কামিন্সের দলকে পিছনে ফেলে পাঁচ দিনের ক্রিকেটে সিংহাসনে ফিরল ভারত। বেশ কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিকভাবে ভাল খেলছে টিম ইন্ডিয়া। আইসিসি-র দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই খেলছে টিম ইন্ডিয়া।
টেস্টের পাশাপাশি ভারত এখন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্বের এক নম্বর দল। এ ছাড়াও আইসিসি ব়্য়াঙ্কিংয়ে টেস্টে শীর্ষস্থানে থাকা বোলার ভারতের রবিচন্দ্রন অশ্বিন, সেরা অল রাউন্ডার রবিন্দ্র জাদেজা।
দেখুন টুইট
আইসিসি ব়্য়াঙ্কিংয়ে ভারতের জয়জয়কার এখানেই শেষ নয়। টি টোয়েন্টি আন্তর্জাতিকে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় এক নম্বরে আছেন সূর্যকুমার যাদব, ওয়ানডে-তে সেরা বোলার মহম্মদ সিরাজ।