IPL Auction 2025 Live

Asian Games 2022 Hockey: ৬৮টা গোল করে এশিয়াডে সোনা জিতে প্যারিস অলিম্পিক্সে ভারত, হাংঝৌতে পদকের ঐতিহাসিক সেঞ্চুরিতে হকি থেকে এল দেশের ২২তম সোনা

শিয়াডে সোনা জয়ের সুবাদে আগামী বছর প্য়ারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা পেয়ে গেল হরমনপ্রীত সিংয়ের দল।

Indian Men's Hockey Team Win Gold. (Photo Credits:X)

ভারতীয় খেলায় স্মরণীয় দিন। প্রথমবার এশিয়ান গেমসের ইতিহাসে একশোটা পদক জেতা নিশ্চিত হওয়ার পর এবার ভারতের গর্বের খেলায় ফিরল মহাদেশের সিংহাসন। গতবারের চ্যাম্পিয়ন জাপান ৫-১ গোলে হারিয়ে হাংঝৌ এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা জিতল ভারত। চলতি এশিয়াডে ভারতের এটি ২২তম সোনা ও ৯৬তম পদক। এশিয়াডে সোনা জয়ের সুবাদে আগামী বছর প্য়ারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা পেয়ে গেল হরমনপ্রীত সিংয়ের দল। এবার নিয়ে মোট চতুর্থবার এশিয়ান গেমসে হকিতে সোনা জিতল ভারত। দু বছর আগে টোকিও অলিম্পিকে চিরস্মরণীয় ব্রোঞ্জ জয়ের পর এবার এশিয়ায় নিজেদের সিংহাসন ফিরে পেল ভারত।

এর আগে ১৯৬৬ ও ১৯৯৮ দু'বার ব্য়াঙ্ককে, ও ২০১৪ ইঞ্চিয়ন এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। আট বছর পর এশিয়াডে সোনা জিতল ভারত । এবারের এশিয়াডে অবিশ্বাস্য খেলে মোট ৬৮টা গোল করে সব ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হল ভারত। আরও পড়ুন- হাংঝৌয়ে পদকের সেঞ্চুরিতে প্য়ারিস নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু

দেখুন সোনা জয়ের মুহূর্ত

এবারের এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারত

গ্রুপ লিগে

উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জয়

সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১ গোলে জয়

জাপানের বিরুদ্ধে ৪-২ গোলে জয়

পাকিস্তানের বিরুদ্ধে ১০-২ গোলে জয়

বাংলাদেশ বিরুদ্ধে ১২-০ গোলে জয়

সেমিফাইনাল

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫-৩ গোলে জয়

ফাইনাল

জাপানের বিরুদ্ধে ৫-১ গোলে জয়়

পুরুষদের হকিতে

সোনা: ভারত, রুপো: জাপান, ব্রোঞ্জ: দক্ষিণ কোরিয়া