বিশ্বকাপের পর প্রথম সিরিজে নেমে জয় ভারতের, D/L পদ্ধতিতে বিরাট কোহলিরা জিতলেন ২২ রানে

মার্কিন মুলুকে টি টোয়েন্টি সিরিজে জিতল ভারত। বিলেতে বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথম সিরিজ খেলতে নেমে জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। রবিবার ফ্লোরিডায় রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং, বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সৌজন্য দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতে একটা খেলা বাকি থাকতেই সিরিজ পকেটে নিল বিরাট কোহলির দল।

গেইলের রেকর্ড ভেঙে টি২০-তে ছক্কার রাজা রোহিত শর্মা। (Photo Credits: Getty Images)

ফ্লোরিডা, ৪ জুলাই: মার্কিন মুলুকে টি টোয়েন্টি সিরিজে জিতল ভারত (Team India)। বিলেতে বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথম সিরিজ খেলতে নেমে জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। রবিবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ২২ রানে। প্রথমে ব্যাট করে ভারত করে ১৬৬ রান, জবাবে ব্য়াট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ১৫.৩ ওভারে ৪ উইকেটে ৯৮ রান, তখন নামে তুমুল বৃষ্টি। এরপর আর খেলা শুরু সম্ভব  হয়নি। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জেতে ২২ রানে। 

রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং, বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সৌজন্য দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতে একটা খেলা বাকি থাকতেই সিরিজ পকেটে নিল বিরাট কোহলির দল। পরপর দু দিনে দুটো ম্যাচে জিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। সিরিজের জয়ের সঙ্গে বাড়তি পাওনা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডটা আজ গড়লেন রোহিত শর্মা। রোহিত ভাঙলেন ক্রিস গেইল (১০৩)-এর রেকর্ড।

টসে জিতে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার দুরন্ত ৫১ বলে ৬৭ রানের ইনিংসের সৌজন্যে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৬৭ রান। রোহিত শর্মা ছাড়া সেভাবে আর কেউই খেলতে পারেননি। বিরাট কোহলি (২৮), শিখর ধাওয়ান (২৩) ভাল শুরু করেও আউট হয়ে যান। ঋষভ পন্থ (৪), মনীশ পান্ডে (৬) ফের ব্যর্থ। তবে ক্রুনাল পান্ডিয়া শেষের দিকে ১৩ বলে ২০ ও জাদেজা ৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রানকে মোটামুটি ভাল জায়গায় নিয়ে যান।



@endif