INDW vs WIW ODI: স্মৃতি মন্ধনার নজির, রেনুকার পাঁচ উইকেটে সহজ জয়ে সিরিজ শুরু ভারতের

য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় দিয়ে ওয়ানডে সিরিজ অভিযান শুরু হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। টি-২০ সিরিজে ২-১ জেতার পর তিন ম্যাাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেলেন হরমনপ্রীত কৌর-রা।

Smriti Mandhana. (Photo Credits: Twitter)

বরোদা, ২২ ডিসেম্বর: ও রবিবার বরোদায় ক্যারিবিয়ান মহিলা ক্রিকেট দলকে ২১১ রানের বিশাল ব্যবধানে হারলেন হরমনপ্রীত কৌর-রা। প্রথম ওয়ানডে ম্যাচে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতালেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। এই ইনিংসের সৌজন্যে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এক বছরে ১৬০০ রান পূর্ণ করলেন স্মৃতি।পাঁচ উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে ১-০ এগিয়ে দিলেন তারকা পেসার রেনুকা সিং। ভারতের ৩১৪ রানের জবাবে ক্যারিবিয়ান মহিলারা মাত্র ১০৩ রানে অল আউট হয়ে গেলেন। রেনুকাদের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ২৬.২ ওভারেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। রেনুকা ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

ম্যাচ রিপোর্ট

প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা দুই ওপেনার স্মৃতি ও প্রতিকা রাওয়াল ১১০ রানের পার্টনারশিপ করেন। প্রতীকা ব্যক্তিগত ৪০ রানে আউট হওয়ার পর স্মৃতি ও হরলিন দেওয়াল ভাল পার্টনারশিপ করেন। এরপর পাঁচ নম্বরে নেমে হরমনপ্রীত কৌর (২৩ বলে ৩৪), বাংলার রিচা ঘোষ (১৩ বলে ২৬), জেমিমা রডরিগেজ (১৯ বলে ৩১) ভাল ইনিংস খেলেন।

পরবর্তী ম্যাচ

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল।