India Hockey: এবার ধরাশায়ী জাপান, ২৫ গোল করে ফাইনালে ভারত, খেতাবি লড়াইয়ে সামনে মালয়েশিয়া
হকিতে রোখা যাচ্ছে না ভারতকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গ্রুপ লিগে রুখে দেওয়া জাপানকে সেমিফাইনালে একেবারে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।
হকিতে রোখা যাচ্ছে না ভারতকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গ্রুপ লিগে রুখে দেওয়া জাপানকে সেমিফাইনালে একেবারে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসে সোনা জয়ী জাপানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল ভারত। ভারতের হয়ে গোলগুলি করেন আকাশদীপ (১৯ মিনিট), হরমনপ্রীত সিং (২৩ মিনিট), মনদীপ সিং (৩০ মিনিট), সুমিত ও সেলাম কার্তি (৫১ মিনিট)। রবিবার ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া। যে মালয়েশিয়া সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠেছে।
চেন্নাইয়ে আয়োজিত চলতি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত মোট গ্রুপ লিগে পাঁচটি খেলে চারটিতে জেতে, ড্র করে শুধু জাপানের বিরুদ্ধে। গ্রুপে ২০টি ও সেমিফাইনালে পাঁচটি মোট ২৫টি করে গোল ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। চলতি টুর্নামেন্টে ভারত চিনকে সাত গোল, মালয়েশিয়াকে পাঁচ গোল, পাকিস্তানকে চার গোল, দক্ষিণ কোরিয়া ৩ গোলে ও জাপানকে সেমিফাইনালে পাঁচ গোলে হারাল। সব মিলিয়ে অবিশ্বাস্য ফর্মে ভারতীয় হকি দল। এশিয়ান গেমসের আগে দুরন্ত ফর্মে ভারতীয় হকি দল। আরও পড়ুন-পাক দলে নেই নাম! সাংবাদিকদের বিপক্ষে টুইটারে ক্ষোভ উগরে শাস্তির মুখে শাহনওয়াজ দাহানি
দেখুন টুইট
গতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে জাপানের কাছে ৩-৫ গোলে হেরে খেতাবি লড়াই থেকে ছিটকে গিয়েছিল ভারত। পাঁচ গোলে হারের জ্বালা পাঁচ গোল দিয়ে মিটিয়ে নিলেন হরমনপ্রীতরা। টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর ফের ছন্দে ভারতীয় হকি দল।