IND vs WI: ভারতকে ৩-২ ব্যবধানে টি ২০ সিরিজে হারিয়ে যুদ্ধজয়ের চিহ্ন দেখালেন নিকোলাস পুরান, কার আঘাতে হল ? (দেখুন টুইট)
ভারতকে ৩-২ ব্যবধানে টি ২০ সিরিজে হারিয়ে যুদ্ধজয়ের চিহ্ন দেখালেন নিকোলাস পুরান (Nicolas Pooran)। সিরিজের নির্ধারক ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে বড় ভূমিকা রাখেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটার টি ২০ সিরিজে দারুণ ফর্মে ছিলেন। মেজর লিগ ক্রিকেটের ফাইনালে শতরান হাঁকিয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন পুরান। অন্যান্য ম্যাচের মত শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয় এনে দিতে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পুরান। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারও পেয়েছেন নিকোলাস পুরান।
তবে শেষ ম্যাচে বলের আঘাতে আহত হন নিকোলাস পুরান।সতীর্থ ব্রেন্ডন কিংয়ের শট পুরানের বাঁ হাতে গিয়ে লেগেছিল। এর পাশাপাশি আর্শদীপ সিংয়ের ডেলিভারি তাঁর পেটে গিয়ে লাগে। নির্ণায়ক ম্যাচে ব্যাথা সত্ত্বেও ব্যাট করেছেন পুরান। পুরান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার আঘাতের চিহ্ন দেখিয়েছেন এবং আর্শদীপ এবং ব্র্যান্ডন কিংকে তাদের আঘাতের জন্য ধন্যবাদ জানিয়েছেন।ক্যাপশনে পুরান লিখেছেন, “এগুলো হল আফটার এফেক্ট। ব্রেন্ডন সিং এবং আর্শদীপ সিংকে ধন্যবাদ।”
দেখুন সেই টুইট