India vs Pakistan Live Streaming: এশিয়া কাপে সুপার ফোরে আজ মহারণ, কীভাবে বিনামূল্যে সরাসরি দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

আজ, রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্য়াচে ভারত-পাকিস্তান। গত রবিবার গ্রুপ লিগের প্রথম ম্যাচে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল ভারত।

Indian team players in a huddle (Photo credit: Twitter)

দুবাই, ৪ সেপ্টেম্বর: আজ, রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্য়াচে ভারত-পাকিস্তান। গত রবিবার গ্রুপ লিগের প্রথম ম্যাচে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছিল ভারত। ভারতের জয়ে নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর দুটি দলই হংকংকে হারিয়ে সুপার ফোর পর্বে উঠেছে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে সুপার ফোরে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের সুপার ফোরের মহারণে নামার আগে ভারত-পাকিস্তান দুই শিবিরেই চোটের ধাক্কা। হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ, এমনকী আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। গত রবিবার গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন সময়ে দারুণ ব্যাটিং করা জাদেজা ছিটকে যাওয়ায় ভারতের টিম কম্বিনেশন কী হয় দেখার। জাদেজার পর পেসার আবেশ খানের চোট নিয়েও শঙ্কা আছে। আজ, রবিবার দুবাইয়ে আবেশের খেলার সম্ভাবনা কম।

আবেশের পরিবর্তে দীপক চাহারকে খেলতে দেখা যেতে পারে। অনেকে আবার মনে করছেন, পাকিস্তানকে স্পিন মন্ত্রে ঘায়েল করতে আবেশের জায়গায় রবীচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। পাশাপাশি জাদেজার পরিবর্তে স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক, ভারত-পাক ম্যাচ নিয়ে কিছু জেনে রাখা ভাল তথ্য

এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে, কখন আয়োজিত হবে

ভারত বনাম পাকিস্তান ম্যাচ আজ, রবিবার ৪ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে।

কখন থেকে শুরু হবে ম্যাচ

আজ, রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ভারতীয় সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

রেডিও-তে সরাসরি ধারাবিবরণী শোনা যাবে কী?

হ্যাঁ, রেডিওতে সরাসরি শুনতে পাবেন এই ম্যাচ। অল ইন্ডিয়া রেডিও-তে সরাসরি ইংরেজি ও হিন্দিতে ধারাবিবরণী করা হবে এই ম্যাচের।

কারা এগিয়ে

ভারতকে খাতায় কলমে এগিয়ে রাখতে হচ্ছে। ভারতের ম্যাচ উইনার অনেক। গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারানোয় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামার সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। তবে অঘটন ঘটানোর ক্ষমতা রাখেন বাবর আজম-রা।

দু দলের প্রথম একাদশ কেমন হতে পারে:

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, আর্শদীপ সিং।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফাকহার জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিশ রউফ, নাসিম শাহ, হাসান আলি।

পরিসংখ্যান: দুই দল এর আগে ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৭টি ম্যাচে, পাকিস্তান ২টি ম্যাচ জিতেছে। ১টি ম্যাচ টাই হয়েছে।