IND Beat AFG 2nd T20I: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত, দ্বিতীয় ম্যাচেও অনবদ্য শিবম দুবে (দেখুন পোস্ট)
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল এই সিরিজ। ১৪ মাস পর মাঠে ফিরেছেন কোহলি-রোহিত জুটি। তবে কোহলি সফল হলেও দুম্যাচেই ফ্লপ রোহিত শর্মা
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টিতে যুগ্মবিজয়ী হয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল রোহিত ব্রিগেড। মোহালিতে প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে ছিল ভারত। এবার ইন্দোরে দ্বিতীয় ম্যাচেও ৬ উইকেটে জিতে সিরিজ পকেটে পুড়ল তারা। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল এই সিরিজ। ১৪ মাস পর মাঠে ফিরেছেন কোহলি-রোহিত জুটি। তবে কোহলি সফল হলেও দুম্যাচেই ফ্লপ রোহিত শর্মা। তবে অধিনায়ক রোহিতের ঝুলিতে এল আরও এক সিরিজ।
ইন্দোরে অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। টস হেরে আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭২ রান করে। আফগানিস্তানের হয়ে বিস্ফোরক ব্যাটসম্যান গুলবাদিন নাইব খেলেন সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরশদীপ সিং। টিম ইন্ডিয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই হারিয়ে ফেলে রোহিত শর্মার উইকেট। এরপর যশস্বীর বিধ্বংসী ব্যাটিং ও কোহলির ক্যামিও ইনিংসের সৌজন্যে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লে-তে ৬৯ রান তুলে ফেলে ভারত। এরপর যশশ্বী ৬৮ ও বিরাট ২৯ রানে আউট হওয়ার পর খেলার হাল ধরেন শিবম দুবে। গত ম্যাচে ৬০ রানে অপরাজিত ছিলেন। এ দিন ৩২ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস। যার ফলে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় আসে ভারতের দখলে।
টিম ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি ১৭ জানুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় খেলা হবে।