ICC World Cup 2019: সেমিফাইনালে কাল কিউইদের বিরুদ্ধে ভারত ফেভারিট হলেও যে পাঁচটা চিন্তা থেকেই যাচ্ছে

কাল, মঙ্গলবার চলতি বিশ্বকাপ (ICC World Cup 2019)-এর প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি ভারত (India) -নিউ জিল্যান্ড (New Zeland)। লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অন্যদিকে, নেট রানরেটের ভিত্তিতে পাকিস্তানকে টপকে চার নম্বরে থেকে সেমিতে খেলছে নিউ জিল্যান্ড।

বিরাট কোহলি। (Photo Credits: ANI)

ম্যানচেস্টার, ৮ জুলাই: কাল, মঙ্গলবার চলতি বিশ্বকাপ (ICC World Cup 2019)-এর প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি ভারত (India) -নিউ জিল্যান্ড (New Zeland)। লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অন্যদিকে, নেট রানরেটের ভিত্তিতে পাকিস্তানকে টপকে চার নম্বরে থেকে সেমিতে খেলছে নিউ জিল্যান্ড। লিগ পর্যায়ে ভারত-নিউ জিল্যান্ড ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে ভারতকে হারিয়েছিল নিউ জিল্যান্ড।

তবে চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে অনেকটা এগিয়ে থেকেই যে বিরাট কোহলিরা সেমিফাইনালে নামবেন তা নিয়ে সন্দেহ নেই। নিউ জিল্যান্ড বিশ্বকাপের শুরুতে দারুণ খেলছিল। প্রথম চারটে ম্য়াচে জিতে তারা দারুণ শুরু করে। কিন্তু কঠিন ম্যাচে আসতেই কিউইরা ফর্ম হারাতে থাকে। কোহলিদের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ের আগে কিউইরা শেষ তিনটি ম্যাচেই খারাপভাবে হেরেছে।

কেন উইলিয়ামসনের হারিয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। সেই হিসেবে দেখলে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড বড় ম্য়াচ জিতেছে মাত্র দুটি-বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, একমাত্র ইংল্যান্ড ছাড়া পুরো টুর্নামেন্টে ভারত দারুণ ক্রিকেট খেলেছে। আগের সব রেকর্ড ভেঙে একটা বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি করে রোহিত শর্মা স্বপ্নের ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে কিউইদের বিরুদ্ধে সেমিতে নামা লোকেশ রাহুলও ভাল ফর্মে আছেন। বিরাট কোহলি তো রান মেশিন। বোলিংয়ে বুমরা দারুণ ফর্মে। তাহলে? না, এরপরেও কোহলিদের কাছে পাঁচটা চিন্তা থাকছে। সেগুলি কী! জানুন

১) সঠিক একাদশ বাছা

মহম্মদ শামিকে বাদ দিয়ে গত ম্যাচে রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়েছিল। হ্যাটট্রিক সহ চলতি বিশ্বকাপে দারুণ কিছু স্পেল করা শামিকে সেমিতে বাদ দেওয়া ঠিক হবে না। ভুবনেশ্বর কুমার লঙ্কা ম্যাচে ভাল বল করতে পারেননি। জাদেজা ভাল বল করেছেন। পন্থ ,কার্তিকের মধ্যে কাউকে বাদ দিয়ে জাদেজাকে খেলানো হবে কি! সঠিক একাদশ বাছার ওপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু।

২) নিউ জিল্যান্ডের ইতিহাস

পরপর তিনটি ম্য়াচ হেরে সেমিতে নামছে নিউ জিল্যান্ড। এমন অবস্থায় কিউইরা ভয়ঙ্কর হয়ে ওঠে, এর প্রমাণ ইতিহাসে অনেক আছে। নক আউটে কিউদের রেকর্ড ভাল।

৩) মিডল অর্ডার সমস্যা

ঋষভ পন্থ সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন। ধোনি ছন্দে নেই। কার্তিক একটা সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন। কেদার যাদব আগেই বাদ পড়েছেন। হারলেই বিদায়ের মত ম্যাচে মিডল অর্ডার বড় ভূমিকা নিয়ে। সেটা চিন্তায় রাখবে কোহলিদের।

৪) অত্যধিক রোহিত-বিরাট নির্ভরতা

দলের ব্যাটিং অনেকটাই রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপর নির্ভরশীল সেটা চিন্তার।

৫) গতবারের স্মৃতিটা চিন্তায় রাখবে

গতবার মানে ২০১৫ বিশ্বকাপে সব কটা জিতে গ্কুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সিডনিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে খারাপভাবে হেরেছিলেন ধোনি-কোহলিরা। সেটা চিন্তায় রাখবে ভারতকে।



@endif