Netherlands: ৩৭৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভারে হারাল ডাচরা, বিশ্বকাপে চরম অনিশ্চিত হোপরা
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্য়াচ হয়ে গেল হারারাতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায়।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্য়াচ হয়ে গেল হারারাতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায়। সোমবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৭৪ রান তাড়া করে সুপার ওভারে জিতল নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৩৭৪ রান করে দারুণ জায়গায় ছিলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানে ৪ উইকেট হারিয়ে ডাচরা নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে তেজা নিদামানুরু (৭৬ বলে ১১১) দুরন্ত সেঞ্চুরি এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৪৭ বলে ৬৭) দারুণ ইনিংস খেলে খেলার মোড় ঘুরিয়ে দেন। ডাচরাও নির্ধারিত ৫০ ওভারে করে ৯ উইকেটে ৩৭৪। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে খেলার ফয়সালা হয়। গত বছর টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিলেন ডাচরা।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে এক ওভারে ডাচরা করে ৩০ রান। ক্য়ারিবিয়ান পেসার জেসন হোল্ডারের করা সুপার ওভারে ৩০ রান নেন ডাচ ব্য়াটার লোগান ভান বিক ( Logan Van Beek)। জবাবে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার চার্লস, হোপ ও শেপার্ডরা করেন ৮ রান। সুপার ওভারে ৫ বলে তাদের দুটি উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জিম্বাবোয়ের পর নেদারল্যান্ডসও হারল ওয়ানডে-তে বিশ্বকাপের দু'বারের চ্যাম্পিয়নদের। শুধুমাত্র নেপাল ও আমেরিকাকে হারিয়ে সুপার সিক্সে উঠলেন শেমরন হেটমায়াররা। আরও পড়ুন-ইডেনে হতে পারে বিশ্বকাপের সেমিফাইনাল! কাল সূচি প্রকাশ
দেখুন সুপার ওভারে ডাচ ব্যাটারের ধ্বংসলীলা
গ্রুপ লিগে দুটি ম্য়াচে হেরে তৃতীয় হয়ে সুপার সিক্সে ওঠায় বিশ্বকাপের মূলপর্বে ওঠার প্রশ্নে চরম অনিশ্চিত হয়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়েতে আয়োজিত বাছাই পর্ব থেকে মাত্র দুটি দেশ মূলপর্বে খেলবে। এদিকে, তাদের গ্রুপ থেকে যে দুটি দল সুপার সিক্সে পর্বে উঠল, তাদের কাছে হারায় ওয়েস্ট ইন্ডিজ শূন্য পয়েন্ট নিয়ে খেলা শুরু করবে। যেখানে জিম্বাবোয়ে চার পয়েন্ট ও নেদারল্যান্ডস দু পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে। সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমানের বিরুদ্ধে। সুপার সিক্সে তিনটে ম্যাচে জিতলেও বিশ্বকাপের টিকিট নাও পেতে পারে ক্যারিবায়িনরা।