ICC Under-19 World Cup: ছোটদের বিশ্বকাপ সেমিতে ভারতের সামনে অজিরা, ইংল্যান্ড খেলবে আফগানদের বিরুদ্ধে

বাংলাদেশকে হারিয়ে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে নেমে, ৫ উইকেটে কষ্টার্জিত জয় পায় ভারত।

Jumping into the semi-finals. Team India. (Photo Credits: Twitter)

ত্রিনিদাদ, ৩০ জানুয়ারি: গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে নেমে, ৫ উইকেটে কষ্টার্জিত জয় পায় ভারত। সেমিফাইনালে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের সামনে অস্ট্রেলিয়া। ছোটদের চলতি বিশ্বকাপে সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে উঠল ভারত। ভারতীয় যুব দলকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত চলতি বিশ্বকাপে একেবারে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। ভারত তাদের পঞ্চম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দিকে সঠিক পথেই এগোচ্ছে, বলে জানালেন প্রাক্তন কোচ তথা ক্রিকেট তথা ক্রিকেট বিশেষজ্ঞ রবী শাস্ত্রী। গতবার , ২০২০ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এদিন যেন তার প্রতিশোধ নেওয়া হল।

গ্রুপের প্রথম ম্যাচে খেলার পর ভারতীয় শিবিরে করোনা হানা দেয়। অধিনায়ক যশ ধুল সহ ৬ জন করোনায় আক্রান্ত হন। এতে প্রথম একাদশ নামানোই চ্যালেঞ্জ হয়ে পড়েছিল। কিন্তু দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি সত্ত্বেও রেকর্ড রান করা, রেকর্ড রানে জয় সহ একাধিক কাজ করে সহজেই শেষ আটে ওঠে ভারত। নক আউট রাউন্ড শুরুর আগে করোনা সারিয়ে দলে ফেরেন অধিনায়ক যশ ধুল সহ বাকিরা। আরও পড়ুন:  আঘাতের ভিডিও-ছবি পোস্ট করে ফুটবলার মেসন গ্রিনউডের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ বান্ধবীর 

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১১১ রানে অল আউট করে সহজ জয়ের পথেই হাঁটছিল ভারতের ছোটরা, কিন্তু রান তাড়া করতে নেমে কিছু খারাপ শট খেলে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল লিটল টিম ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত ৩০.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সেমিফাইনালে যে অস্ট্রেলিয়ার কাছে খেলবে ভারত, সেই অজি দল গ্রুপ লিগে শ্রীলঙ্কার ছোটদের কাছে হেরে গিয়েছিল। আর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার ছোটদের হারায় আফগানিস্তান। শেষ আটের ম্যাচে অস্ট্রেলিয়ার ছোটরা ১১৯ রানে হারায় পাকিস্তানের যুব দলকে।