ICC Test Rankings: পাঁচ তারা পারফরম্যান্স দেখিয়ে টেস্টে প্রথম পাঁচে বুমরা, নামতে নামতে নয়ে কোহলি
বেঙ্গালুরুতে গোলাপী বলের দিন রাতের টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি টেস্ট Ranking-এ প্রথম পাঁচে উঠে এলেন জশশ্রীত বুমরা। সদ্য প্রকাশিত আইসিসি Test বোলারদের ক্রম তালিকায় ৬ ধাপ উঠে চার নম্বরে উঠে এলেন বুমরা।
বেঙ্গালুরুতে গোলাপী বলের দিন রাতের টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি টেস্ট Ranking-এ ঐএকলাফে অনেকটা উঠে, প্রথম পাঁচে উঠে এলেন জশশ্রীত বুমরা (Jasprit Bumrah)। সদ্য প্রকাশিত আইসিসি Test বোলারদের ক্রম তালিকায় ৬ ধাপ উঠে চার নম্বরে উঠে এলেন বুমরা। পাকিস্তানের শাহিন আফ্রিদি, তিন কিউই পেসার কেউল জেমিসন, টিম সাউদি, নীল ওয়েগনার, অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউডদের টপকে প্রথম চারে জায়গা করে নিলেন ভারতের তারকা এই পেসার। বুমরার আগে আছেন ১) প্যাট কামিন্স, ২) রবীচন্দ্রন অশ্বিন, ৩) কাগিসো রাবাদা।
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরা প্রথম ইনিংসে নেন ৫টি ও দ্বিতীয় ইনিংসে বিপক্ষের ৩টি উইকেট তুলে নেন। ধারাবাহিকভাবেই টেস্ট ক্রিকেটে জ্বলে উঠছেন ভারতের তারকা পেসার। আরও পড়ুন: ইডেনে রানের এভারেস্ট! ১২৯৭ রান করে ড্র ধোনির রাজ্যের
দেখুন টুইট
অন্যদিকে, টেস্টে ব্যাটারদের তালিকায় খারাপ ফর্মের কারণে চার ধাপ নেমে গেলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘদিন সেঞ্চুরি না পাওয়া কোহলি এখন টেস্টে ব্যাটারদের তালিকায় ৯ নম্বরে গেলেন। বিরাটের থেকে তিন ধাপ এগিয়ে অধিনায়ক রোহিত শর্মা আছেন ৬ নম্বরে। আরও পড়ুন: ইডেনে রানের এভারেস্ট! ১২৯৭ রান করে ড্র ধোনির রাজ্যের
দেখুন টুইট
এই তলিকায় প্রথমে দশে তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন ঋষভ পন্থ (১০)। ব্যাটারদের তালিকায় প্রথম তিনে যথাক্রমে মার্নাস লাবুচানে (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)। বেঙ্গালুরু টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে এই তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে।