ICC T20 World Cup Celebraions:'ভালবাসা বাঁধ মানে না', জয়ের পর সাক্ষাৎকার শেষে স্ত্রী সঞ্জনাকে জড়িয়ে ধরলেন বুমরা, দেখুন ভিডিয়ো

বিপদের দিনে এক অপরের ঢাল হয়েছে। তাই তাঁর এই সাফল্যের দিনে স্ত্রীকে কাছে টেনে নিতে আর সাত-পাঁচ ভাবেননি বুমরা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বুকে টেনে নেন স্ত্রী সঞ্জনাকে।

ভালবাসা বাঁধ মানে না' (ছবিঃICC)

নয়াদিল্লিঃ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিতেছেন স্বামী। আর আইসিসির (ICC) সঞ্চালকের ভূমিকায় স্ত্রী। ক্রিকেট-বিনোদন সব ছাপিয়ে গতকাল, বার্বাডোজে জিতল ভালবাসা। ক্রিকেটের ময়দানেই আলাপ জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং সঞ্জনা গণেশনের (Sanjana Ganesan)। সেখান থেকেই শুরু জীবনের ইনিংস। গতকাল, বুমরাহের বিশ্বজয়ের দিনেও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্জনা। নিচ্ছিলেন বুমরার সাক্ষাৎকার। তবে আবেগ ধরে রাখতে পারেননি বুমরা। ক্যামেরার সামনেই স্ত্রী সঞ্জনাকে জড়িয়ে ধরেন তিনি। কিছুটা লজ্জা পেয়ে যান সঞ্জনা। সাক্ষাৎকার শেষে পেশাদারিত্বকে কিছু সময়ের জন্য সরিয়ে রেখে জয়ের আনন্দে ভাসে তারকা জুটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই আবেগঘন মুহূর্তের ছবি। নেটিজেনদের মন জিতে নিয়েছে এই ভিডিয়ো। 'ভালবাসা তো এমনই হয়' মন্তব্য নেটিজেনদের। কেউ আবার বলছেন, 'ভালবাসা বাঁধ মানে না।' এ দিন ছেলে অঙ্গদকে কোলে নিয়ে আনন্দে মাততে দেখা যায় ভারতের তারকা পেসারকে। জয়ের মেডেল পরিয়ে দেন ছেলেকে। এরপর স্ত্রী সঞ্জনা এবং ছেলে অঙ্গদের সঙ্গে ছবিও তোলেন। আসলে বুমরার অনেক কঠিন সময়ের সাক্ষী সঞ্জনা। কাঁধে কাঁধ মিলিয়ে সব বাধা অতিক্রম করেছেন দু'জনে।  বিপদের দিনে এক অপরের ঢাল হয়েছে। তাই তাঁর এই সাফল্যের দিনে স্ত্রীকে কাছে টেনে নিতে আর সাত-পাঁচ ভাবেননি বুমরা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বুকে টেনে নেন স্ত্রী সঞ্জনাকে।

এই খবরটিও পড়ুনঃ  'ভালবাসার' জয়, বিশ্বজয়ের পর রোহিতকে বুকে জড়িয়ে কান্না স্ত্রী ঋতিকার, দেখুন ছবি

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো