India Win T20 World Cup 2024: ফাইনালের সেরা কোহলি, টুর্নামেন্টে বুমরা, হৃদয়ে হার্দিক, সাফল্যের অক্ষর টিম ইন্ডিয়ার

বিশ্বকাপ হাতে কেঁদে ফেললেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sahrma)। কোচ রাহুল দ্রাবিড়কে কাপ তুলে দিলেন অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেটে ১৩ বছরের অপেক্ষার শেষ হল।

World Champion Team India. (Photo Credits: X)

বিশ্বকাপ হাতে কেঁদে ফেললেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sahrma)। কোচ রাহুল দ্রাবিড়কে কাপ তুলে দিলেন অধিনায়ক রোহিত। ভারতীয় ক্রিকেটে ১৩ বছরের অপেক্ষার শেষ হল। বিশ্বকাপ জিতল ভারত। কাপ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বললেন, "এই ট্রফিটা ভক্তদের জন্য। জশপ্রীত বুমরা বিশ্বসেরা ক্রিকেটার। বিরাট কোহলি সব সময় বড় ম্যাচে, আসল সময়ে জ্বলে ওঠে। আজও তাই করল। গত ১৫ বছর ধরে বিরাট এটা করে আসছে।

টিম ইন্ডিয়ার কাপ জয়ের পর রোহিত শর্মাদের ভিডিয়োর মাধ্যমে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শুভেচ্ছা জানালেন রোহিতদের। গোটা দেশজুড়ে চলল বিশ্বজয়ের আনন্দ। কলকাতায় যেন ছোট দিওয়ালি পালিত হল। শহরবাসী রাস্তায় বেরিয়ে উচ্ছ্বাস দেখালেন। আকাশ ভরল আতশবাজির আলোয়। সঙ্গে দুমদাম শব্দও।

দেখুন ছবিতে

দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা

দিল্লি থেকে দেরাদুন, গুজরাট থেকে গুয়াহাটি, মুম্বই থেকে মেদিনীপুর-সব জায়গাতেই দেখা গেল মানুষ আনন্দে লাফাচ্ছেন। ১৩ বছর আগে এমএস ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের পর এমন ছবি দেখা গিয়েছিল দেশজুড়ে।

এক নজরে টি-২০ বিশ্বকাপ ২০২৪

চ্যাম্পিয়ন- ভারত

রানার্স- দক্ষিণ আফ্রিকা

ফাইনালের সেরা ক্রিকেটার- বিরাট কোহলি

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার- জশপ্রীত বুমরা

ফাইনালে ভারতের একাদশ- রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং।

রিজার্ভ বেঞ্চে- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন।