Hockey World Cup 2023: ১৩ জানুয়ারি থেকে ওডিশায় শুরু হকি বিশ্বকাপ, জানুন সূচি

আগামী মাসে ভারতের ওডিশায় বসতে চলেছে পুরুষদের হকি বিশকাপের আসর। হকি বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষিত হল।

Indian Hockey Team. (Photo Credits: Twitter)

আগামী মাসে ভারতের ওডিশায় বসতে চলেছে পুরুষদের হকি বিশকাপের আসর। হকি বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষিত হল। দীর্ঘ ৪৮ বছর পর হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামতে চলেছে ভারত। ভারত ভারতীয় হকি দলের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে, ১৩ জানুয়ারি, রাউরকেল্লায়। এই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা।

১৬টি দেশকে নিয়ে ১৩ জানুয়ারি থেকে ওডিশার ভূবনেশ্বর ও রাউরকেল্লায় হবে হকি বিশ্বকাপ। ফাইনাল ২৯ জানুয়ারি। প্রথম রাউন্ডে চারটি পুলে ১৬টি দেশকে রাখা হয়েছে। চারটি পুল থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্ট নক আউট।

১৯৭৫ সালে শেষবার হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর আর কখনও চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা প্রথম তিনেই থাকতে পারেনি ভারত। গত বছর টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে পদকের খরা কাটিয়ে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল। গতবার ২০১৮ হকি বিশ্বকাপও ওডিশায় আয়োজিত হয়েছিল। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম, রানার্স হয়েছিল নেদারল্যান্ডস, আর তৃতীয় হয় অস্ট্রেলিয়া। ভারত হেরে গিয়েছিল শেষ আটে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

হকি বিশ্বকাপে ২০২৩-এ প্রথম রাউন্ডে ভারতের ম্যাচের সূচি

পুল ডি-তে ভারতের ম্যাচ

স্পেনের বিরুদ্ধে (১৩ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)

ইংল্যান্ডের বিরুদ্ধে (১৫ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)

ওয়েলশের বিরুদ্ধে (১৯ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)

২৪ জানুয়ারি থেকে শুরু কোয়ার্টার ফাইনালের খেলা

দুটি সেমিফাইনাল হবে ২৭ জানুয়ারি

ফাইনাল ২৯ জানুয়ারি।