Hayley Matthews: অজিদের বিরুদ্ধে কুড়ির ক্রিকেটে ২১২ রান তাড়া করে জিতল ক্যারিবিয়ানরা
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১ বল বাকি থাকতে ২১২ রান তাড়া করে জিতল ক্যারিবিয়ানরা।
পুরষদের ক্রিকেটে বিশ্বকাপ শুরুর আগে উন্মাদনার মাঝে মহিলাদের বাইশ গজে অবিশ্বাস্য ইনিংস। মহিলাদের টি-২০ ক্রিকেটে অবিশ্বাস্য কায়দায় রেকর্ড রান তাড়া জিতে নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ১ বল বাকি থাকতে ২১২ রান তাড়া করে জিতল ক্যারিবিয়ানরা। মহিলাদের টি-২০ ক্রিকেটে এটাই সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার রেকর্ড। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে অবিশ্বাস্য জয়ের নায়িকা 'লেডি ক্রিস গেইল' হিসেবে পরিচিত হেইলি ম্যাথুজ (Hayley Matthews)। ওপেন করতে নেমে ৬৪ বলে ১৩২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ম্যাথুজ। মারেন ৫টি ওভার বাউন্ডারি, ও ২০টি ওভার বাউন্ডারি। পাশাপাশি তিনি বল হাতে ৩টি উইকেটও নেন।
প্রথমে ব্যাট করে যখন এলসি পেরির দুরন্ত ৪৬ বলে ৭০ ও ফোবে লিচফিল্ডের ১৯ বলে অপজারিত ৫২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ২১২ রান করেছিল, তখন অনেকেই ভেবেছিলেন ক্যারিবিয়ানদের পক্ষে এই রান তাড়া করে জেতা অসম্ভব হবে। কিন্তু সেই অসম্ভবটাই সম্ভব করে দেখালেন হেইলি।
দেখুন ভিডিয়ো
এই টি-২০ সিরিজের প্রথম ম্যাচ সিডনিতে অনায়াসে ৮ উইকেটে জিতেছিল অজিরা। বৃহস্পতিবার ব্রিসবেনে তৃতীয় ম্যাচে সিরিজের ফয়সালা হবে।