Hardik Pandya: বিশ্বকাপ জিতে মহানায়কের সম্মানে বরোদার বাড়িতে ফিরলেন হার্দিক পান্ডিয়া, দেখুন বিশ্বচ্যাম্পিয়ন ঘরের ছেলেকে নিয়ে উচ্ছ্বাসের ভিডিয়ো

দীর্ঘ ১৩ বছর পর ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারত। আর এবার টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া-র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা নেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya. (Photo Credits: X)

শুধু ফাইনালের ম্যাচ জেতানো শেষ ওভারই নয়, পুরো বিশ্বকাপ জুড়েই মোক্ষম সময়ে কখনও ব্যাট তো কখনও বল, আবার কখন দুটোতেই অনবদ্য পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ন্সের নেতৃত্ব দিয়ে মুম্বইয়ের একাংশে ভিলেন বনে যাওয়া হার্দিক এখন দেশের নায়ক। সেই হার্দিক সংবর্ধনা পর্ব, আম্বানিদের বিয়ে সেরে বরোদায় তার বাড়িতে ফিরলেন।

বিমানবন্দর থেকে বরোদায় রাস্তা দিয়ে বাড়ি যেতে হার্দিকের লাগল কয়েক ঘণ্টা। কারণ বিশ্বচ্যাম্পিয়ন ঘরের ছেলেকে বরণ করে নিতে, শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমে পড়ে হাজারা হাজারে মানুষ। সোমবার বরোদার রাস্তা দিয়ে হুডখোলা গাড়ির ছাদে চড়ে বাড়ি ফিরলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।

দেখুন ভিডিয়ো

কার্যত গোটা বরোদা তাকে বরণ করে নিতে হাজির হল। হার্দিক গাড়ির ছাদ থেকে হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানালেন। তাঁর পাশে ছিলেন দাদা ক্রুনাল পান্ডিয়া। রোহিত শর্মার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের পর এবার টিম ইন্ডিয়ার নেতৃত্বে পাকাপাকিভাবে দেখা যাবে হার্দিক-কেই।