Hardik Pandya: রবিবার কিউই ম্যাচে খেলতে পারছেন না হার্দিক, পরিবর্তে হয়তো সূর্য

পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya Magic (Photo Credit: Mufaddal Vohra/ X)

Hardik Pandya Injury Update: বৃহস্পতিবার ণেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশ ইনিংসের নবম ওভারে তৃতীয় বল করতে গিয়েই গোড়ালিতে চোট পেয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। সেই বলটা পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। ঠিক সেইসময় তাঁর গোড়ালিতে মোচড় লাগে। হার্দিকের স্ক্যান হওয়ার পর ডাক্তারদের পরামর্শ মেনে কোন রকম ঝুঁকি নিচ্ছে না টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

চোট এখনও না সারায় আগামী রবিবার ধর্মশালায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হার্দিক খেলছেন না। আগামী ২৯ অক্টোবর, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ থেকে ফের খেলতে দেখা যেতে পারে ভারতের এই তারকা অলরাউন্ডারকে। তার আগে হার্দিককে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে।  আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছিলেন হার্দিক।

দেখুন এক্স

হার্দিক পান্ডিয়ার পরিবর্তে কিউইদের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। কিউই ম্যাচে মহম্মদ সামিকেও খেলতে দেখা যেতে পারে।