IPL Auction 2025 Live

Graham Reid Resigned: বিশ্বকাপে বিপর্যয়ের পর পদত্যাগ ভারতকে অলিম্পিক পদক দেওয়া কোচ গ্রাহাম রিডের

ফের অন্ধকারে ভারতীয় হকি। টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে যে কোচের হাত ধরে ঐতিহাসিক পদক জিতেছিল ভারত, সেই গ্রাহাম রিড বিশ্বকাপে খারাপ ফলের দায় নিয়ে পদত্যাগ করলেন।

Graham Reid. (Photo Credits: Twitter)

ফের অন্ধকারে ভারতীয় হকি। টোকিও অলিম্পিকে পুরুষদের হকিতে যে কোচের হাত ধরে ঐতিহাসিক পদক জিতেছিল ভারত, সেই গ্রাহাম রিড বিশ্বকাপে খারাপ ফলের দায় নিয়ে পদত্যাগ করলেন। গতকাল, রবিবার ওডিশায় শেষ হওয়া হকি বিশ্বকাপে ভারত যুগ্মভাবে ৯ নম্বরে শেষ করে। নিজেদের দেশে বিশ্বকাপ হলেও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন হরমনপ্রীত, শ্রীজেশরা। নিউ জিল্যান্ডের কাছে শ্যুট আউটে হেরে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা পাওয়ার ক্রসওভার পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারত। পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারা ও ডিফেন্সের ভুলে এবারের হকি বিশ্বকাপে ডুবেছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ান রিডের আমলে ভারতীয় হকিতে আমুল পরিবর্তন ঘটে। ২০১৯ সালে যখন রিড ভারতের দায়িত্ব নেন, তখন বেশ খারাপ অবস্থা দলের। সেখান থেকে ভারতকে অলিম্পিকে বহু প্রতিক্ষীত পদক জেতান রিড। কিন্তু অলিম্পিকের বছর দুয়েক পর বিশ্বকাপের ব্যর্থতায় রিড হারা হতে হচ্ছে ভারতকে। কিংবদন্তি রিক চার্লসওয়ার্থের পর রিডই ছিলেন ভারতীয় হকির ইতিহাসে সবচেয়ে হাইপ্রোফাইল কোচ। আরও পড়ুন-বিশ্বের প্রথম অনলাইন কোচ হিসেবে যাঁকে নিচ্ছে পাকিস্তান

২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা পেতে হলে চিনের হাংঝাউতে এশিয়ান গেমসে সোনা জিততে হবে ভারতকে। তার আগে হরমনপ্রীত সিংদের জন্য নতুন কোচ হিসেবে কাকে আনা হয় সেটাই দেখার।