Gary Kirsten: ইংল্যান্ডের কোচ হচ্ছেন গ্যারি কার্স্টেন
ইংল্যান্ড ক্রিকেটের দায়িত্ব এবার ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। জো রুটদের নতুন কোচ হিসেবে এবার দেখা যাবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টনকে।
ইংল্যান্ড ক্রিকেটের দায়িত্ব এবার ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। জো রুটদের নতুন কোচ হিসেবে এবার দেখা যাবে দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টনকে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশ, চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের খেলা মিটলেই ইংল্যান্ডে গিয়ে দায়িত্ব নেবেন কার্স্টেন।
অ্যাসেজে ভরাডুবি, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হারের কারণে ক মাস আগে ইংল্যান্ড কোচের পদ থেকে সরানো হয় ক্রিস সিলভারউডকে। তারপর টেস্টে ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে যান জো রুট। খুব সম্ভবত রুটের জায়গায় টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দিতে দেখা যাবে বেন স্টোকসকে। স্টোকসে সঙ্গে নিয়ে ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন কার্স্টেনের কাঁধে উঠতে চলেছে। আরও পডু়ন: সাত গোলের থ্রিলার রিয়ালকে হারাল ম্যান সিটি
দেখুন টুইট
২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পর ধোনিদের দায়িত্ব ছেড়ে কার্স্টেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকার কোচিং করেছিলেন। তাঁর কোচিংয়েই দক্ষিণ আফ্রিকা আইসিসি টেস্ট ক্রম তালিকায় শীর্ষে উঠেছিল। তবে ২০১৪ সালে পারিবারিক কারণ দেখিয়ে তিনি আর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোচ হিসেবে চুক্তি নবীকরণ করেননি। এরপর কার্স্টেন বিগ ব্যাশ থেকে আইপিএলে কোচিং করান। ২০১৭-১৮ বিগ ব্যাশে কার্স্টেন কোচিং করান হোবার্ট হ্যারিকেনসকে। তারপর ২০১৭ থেকে ১৯ আইপিএলে বিরাট কোহলির আরসিবি-কে কোচিং করান। চলতি বছর গুজরাট টাইটান্সের কোচিং করিয়ে দলকে দারুণ সাফল্য এনে দিচ্ছেন তিনি