Sports Event 2024: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে অলিম্পিক, এক নজরে আগামী কয়েক দিনে বড় স্পোর্টস ইভেন্টগুলি

ক্রীড়াপ্রেমীদের কাছে সময়টা দারুণ। আগামী কয়েক দিন দুনিয়ার খেলাধুলোয় পরপর বেশ কয়েকটি বড় ইভেন্ট হতে চলেছে।

পার্থ প্রতিম চন্দ্র- ক্রীড়াপ্রেমীদের কাছে সময়টা দারুণ। আগামী কয়েক দিন দুনিয়ার খেলাধুলোয় পরপর বেশ কয়েকটি বড় ইভেন্ট হতে চলেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে অলিম্পিক, খেলার দুনিয়ায় আগামী কয়েকটা দিন কার্যত বিস্ফোরণ হতে চলেছে।

আসুন দেখে নেওয়া যাক আগামী কয়েক দিনের মধ্যে খেলার দুনিয়ায় কী কী বড় ইভেন্ট আয়োজিত হতে চলেছে-

১) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল- রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড। ২রা জুন, লন্ডন

টিআরপি-র বিচারে বিশ্বকাপ ফুটবলের পরই খেলার দুনিয়ার সবচেয়ে বড় আসর হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইউরোপের ফুটবল ক্লাবগুলির মধ্যে কারা সেরা, তা ঠিক হয় এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি স্পেনের চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মানির আন্ডারডগ হিসেবে পরিচিত লড়াকু দল বরুসিয়া ডর্টমুন্ড। কার্লো আনসেলোত্তির রিয়াল মাদ্রিদ তাদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাবের লক্ষ্যে আগামী ২ জুন, লন্ডনের ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে খেলতে নামবে। আর জার্মান ফুটবলের লড়াইয়ের প্রতীক বরুসিয়া নামবে ২৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে।

এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাদ্রিদ বনাম ডর্টমুন্ড লড়াই একেবারে ৫০:৫০। খাতায় কলমে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও আবার দলগত ফুটবলের বিচারে এগিয়ে বরুসিয়া। ফাইনালে দুই কোচের মস্তিকের লড়াইটাও দারুণ জমে যাবে। রিয়ালের আনসলোত্তি-কে ফুটবল জ্ঞানের অভিধান বলা যায়। তেমনই বরুসিয়ার কোচ ইডিন তেরজিচ মধ্যমানের ফুটবল প্রতিভা নিয়েও একটা দলকে যেভাবে অপ্রতিরোধ্য বানিয়ে দেন তার তুলনা নেই। সব মিলিয়ে ফাইনাল জমে যাওয়ার সব উপকরণ তৈরি।

সরাসরি দেখা যাবে সোনি সিক্স ও সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে রাত সাড়ে ১২টা থেকে।

দেখুন ছবিতে

 

২) প্রিমিয়র লিগের খেতাবি ফয়সালা (১৯ মে)

এবার প্রিমিয়র লিগের খেতাবি ফয়সালা দারুণ জমে গিয়েছে। লিগে আর ২-৩টি করে ম্যাচ খেলা বাকি আছে। খেতাব জেতার লড়াইয়ে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। টানা চারবার প্রিমিয়র লিগের খেতাব জেতার ব্যাপারে ফেভারিট পেপ গুয়ার্দিওয়ালর ম্যান সিটি। সিটি ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামী তিনটি ম্যাচ গুয়ার্দিওলা-হাল্যান্ডের সিটি জিতে গেলে তারাই খেতাব জিতবে। তবে তারা কোনও ম্যাচে পয়েন্ট নষ্ট করলে সুযোগ চলে আসবে আর্সেনালের কাছে। আর্সেনালের পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৩। ফলে আর্সেনাল তাদের শেষ দুটি ম্যাচে জিতলে পৌঁছে যাবে ৮৯-তে। সেক্ষেত্রে ২০ বছর বাদে আর্সেনালকে প্রিমিয়র লিগের খেতাব জিততে হলে ম্যানচেস্টার সিটি-কে একটা ম্যাচে হারতেই হবে, বা ড্র করলেও গোলপার্থক্যের হিসেব আসবে। আর্সেনাল যদি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারে, তাহলে প্রিমিয়র লিগের ফয়সালা হবে আগামী ১৯ মে।

প্রিমিয়র লিগের ফিনিশিং টাচ

আর্সেনালের শেষ দুটি ম্যাচ- ম্যানচেস্টার ইউনাইটেড (১২ মে, অ্য়াওয়ে), এর্ভাটন (১৯ মে,হোম)

ম্যান সিটির শেষ তিনটি ম্যাচ- ফুলহ্যাম (১১ মে, অ্যাওয়ে), টটেনহ্যাম (১৫ মে, অ্যাওয়ে), ওয়েস্ট হ্যাম (১৯ মে, হোম)।

প্রিমিয়র লিগের সব ম্যাচ সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও ডিজনি+হটস্টারে সম্প্রচারিত হবে।

দেখুন সূচি

 

৩) ফরাসি ওপেন গ্র্যান্ডস্লাম টেনিস (২০ মে-৯ জুন)

লাল সুড়কির বা ক্লে কোর্টে বছরের সবচেয়ে কঠিনতম গ্র্যান্ডস্লাম। লাল সুড়কির কোর্টের কিংবদন্তি রাফায়েল নাদালের খুব সম্ভবত এবারই শেষবার নামতে চলেছে। নাদাল কী পারবেন বারবার ১৪ বার ফরাসি ওপেন জিতে নিজের গড়া এভারেস্টের উচ্চতাটা আরও বাড়িয়ে নিতে। নাদালের গড়ে নোভাক জকোভিচ চাইবেন এবারের ফরাসি ওপেনেই তার ২৫তম গ্র্যান্ডস্লামটা জিতে নতুন রেকর্ড গড়তে। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জান্নিক সিনারের কাছে হারা জকোভিচের পাখির চোখ ২০২৪ সালে তার প্রথম গ্র্যান্ডস্লামটা লাল সুড়কির কোর্টে জেতার। নাদাল, জকোভিচ ছাড়াও এবার ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে বিশেষ নজর থাকবে কার্লোস আলকারাজ, সিনার। মহিলাদের সিঙ্গললসে জয়ের ব্যাপারে ফেভারিট ইগা স্কোয়াতিক। লড়াইয়ে থাকবেন কোকো গাফ, এলিনা রাইবাকিনা-ও।

ফরাসি ওপেন ২০২৪ সম্প্রচার- সব ম্য়াচ সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপের মাধ্যমে

দেখুন ছবিতে

৪) আইপিএল ফাইনাল- ২৬ মে, চেন্নাই

টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুনিয়ার সবচেয়ে বড় আসরের মেগা ফাইনাল এবার আয়োজিত হবে চেন্নাইয়ে, ২৬ মে।

সম্প্রচার- স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও জিও সিনেমা অ্যাপে সরাসরি সম্প্রচার।

দেখুন সূচি

৫) আইসিসি টি-২০ বিশ্বকাপ- ২ জুন থেকে ২৯ জুন। আয়োজক-ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা

এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবারের টি-২০ বিশ্বকাপের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে যৌথ আয়োজক আমেরিকাও। আসন্ন টি-২০ বিশ্বকাপে মোট ২০টি দেশ অংশ নিচ্ছে। হবে মোট ৫৫টি ম্যাচ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে শেষবার আইসিসি বিশ্বকাপ জেতার সুযোগ। খুব সম্ভবত রোহিত, কোহলিদের কাছে এটাই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বড় টুর্নামেন্ট হতে চলেছে। বহু বছর টিম ইন্ডিয়া কোনও আইসিসি ট্রপি জেতেনি। এবার রোহিতদের শাপমুক্তি হবে কি? ফেভারিট অবশ্যই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। লড়াইয়ে থাকবে অস্ট্রেলিয়া, ভারত। ডার্ক হর্স পাকিস্তান, নিউ জিল্যান্ড

সরাসরি সম্প্রচার- ডিজনি+হটস্টার ও স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল।

দেখুন ভিডিয়ো

 

৬) ইউরো কাপ ফুটবল- ১৪ জুন থেকে ১৪ জুলাই। আয়োজক-জার্মানি 

ইউরোপ ফুটবলের শ্রেষ্ঠত্ব বাছাইয়ের লড়াই এবার জার্মানিতে। ইউরোপের বিশ্বকাপ হিসেবে পরিচিত ইউরো কাপের মূলপর্বে এবার ২৪টি দেশ অংশ নিতে চলেছে। জার্মানির দশটি শহরে হবে এবারের ইউরো কাপ। ফেভারিট হিসেবে নামছে কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট এমবাপের ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়ন ইতালি এবার ডার্ক হর্স। হ্যারি কেনের ইংল্যান্ডকে নিয়ে এবার অনেক আশা। স্পেন, ক্রোয়েশিয়া চমকে দেওয়ার ক্ষমতা রাখে। ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, তুরস্ক এবার বেশ শক্তিশালী দল নিয়ে জার্মানিতে ইউরো কাপে যোগ দিতে আসছে। সবার নজরে থাকবে পর্তুগাল।

কারণ এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বড় প্রতিযোগিতা হতে চলেছে। আলবেনিয়া, জর্জিয়া-র মত বেশ কিছু নতুন নাম এবারের ইউরো থেকে থাকছে। রোমানিয়া-কে নিয়ে এবার আলাদা উতসাহ থাকছে। ২৪টি দেশকে ৬টি গ্রুপে ভাগ করে শুরু হবে খেলা। সবচেয়ে কঠিন গ্রুপ হল গ্রুপ বি- স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। গ্রুপ সি-তে ইংল্যান্ডের সঙ্গে আছে সার্বিয়া, ডেনমার্ক, স্লোভেনিয়া। আয়োজক দেশ জার্মানির এ গ্রুপে আছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গ্রুপ এফ-এ পর্তুগালের প্রতিপক্ষরা হল তুরস্ক, জর্জিয়া, চেক প্রজাতন্ত্র।

সরাসরি সম্প্রচার- সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও সোনি লিভ অ্যাপের মাধ্যমে।

দেখুন গ্রুপ বিন্যাস

৭) কোপা আমেরিকা ফুটবল- ২১ জুন থেকে ২১ জুলাই। আয়োজক- মার্কিন যুক্তরাষ্ট্র।

দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকার দেশগুলিকে নিয়ে আয়োজিত হয় কোপা আমেরিকা। তবে এবার কোপা আমেরিকা ধারেভারে অনেকটা বড় হতে চলেছে। লাতিন আমেরিকা থেকে ছাড়িয়ে গোটা আমেরিকায় ছড়িয়ে দেওয়া হয়েছে কোপা আমেরিকাকে। এবারের কোপা আমেরিকায় অংশ নেবে মোট ১৬টি দেশ। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমবেলের দেশগুলি ছাড়াও অংশ নিচ্ছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, জামাইকা, কোস্টারিকা-র মত উত্তর আমেরিকার দেশগুলিও। ৪টি গ্রুপে ভাগ করে ১৬টি দেশকে নিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা। গ্রুপ এ-তে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে আছে পেরু, চিলি ও কানাডা। গ্রুপ ডি-তে ব্রাজিলের গ্রুপে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

গ্রুপ সি-তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে রয়েছে-উরুগুয়ে, পানামা, বলিভিয়া। মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা- আছে গ্রুপ বি-তে। গ্রুপ থেকে দুটি করে দলকে নিয়ে হবে নক আউট রাউন্ড- কোয়ার্টার ফাইনাল। শেষ আটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ ইকুয়েডর বা মেক্সিকো। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে উরুগুয়ে বা আমেরিকার।

সম্প্রচার- সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও সোনি লিভ অ্যাপের মাধ্যমে।

এবারের কোপায় যে বলে খেলা হবে-দেখুন ছবিতে

-------------

৮) প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক্স-২৬ জুলাই থেকে ১১ অগাস্ট

গ্রেটেস্ট শো অন আর্থ। দুনিয়ার সব দেশের মিলনমেলা। ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় আসর। এবার গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসছে ফ্রান্সের রাজধানী প্য়ারিসে। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক্স। ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্ট থাকছে এবারের প্যারিস অলিম্পিক্সে। সাড়ে ১০ হাজারেরও বেশী অ্যাথলিট এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অংশ নেবেন। ১১ অগাস্ট হবে সমাপ্তি অনুষ্ঠান।

সম্প্রচার- উদ্বোধনী, সমাপ্তি অনুষ্ঠান সহ এবারের প্যারিস অলিম্পিকের সব খেলা ভারতে সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে।

দেখুন ভিডিয়ো

 

এছাড়াও আছে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল- ২৩ মে- আটলান্টা বনাম বায়ার্ন লেভারকুসেন।