IPL 2025 Probable First XI : শনিবার শুরু আইপিএল ২০২৫, জানুন কেমন হতে পারে ১০টি দলের প্রথম একাদশ

শনিবার, ২২ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ন্স।

KKR Team Celebrating Holi (Photo Credit: KKR/ X)

পার্থ প্রতিম চন্দ্র: শনিবার, ২২ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ন্স। তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে চিপকে খেলবে চেন্নাই সুপার কিংস (রবিবার, চেন্নাই)। সান রাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (রবিবার, হায়দরাবাদ) দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়েন্টেসের বিরুদ্ধে ম্যাচটি হবে সোমবার, কোটলায়। । গুজরাট টাইটান্স প্রথম ম্যাচে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে (২৫ মার্চ, মঙ্গলবার, আমেদাবাদ))।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে ১০টি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য একাদশ--

1) কলকাতা নাইট রাইডার্স (KKR):

এবারের আইপিএলে সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক মারকান্ডে, হর্ষদীপ রানা, এনরিক নোকিয়া/স্পেনসার জনসন।

(ইমপ্যাক্ট সাব- অঙ্গকৃশ রঘুবংশী/ মণীশ পান্ডে/বৈভব আরোরা।

অধিনায়ক: আজিঙ্কা রাহানে, কোচ: চন্দ্রকান্ত পণ্ডিত

তুরুপের তাস: সুনীল নারিন, হোম গ্রাউন্ড: ইডেন গার্ডেন্স (কলকাতা)

সাফল্য- তিনবারের চ্যাম্পিয়ন

---------------------

2) মুম্বই ইন্ডিয়ন্স (MI):

এবারের আইপিএলে সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, জশপ্রীত বুমরা, দীপক চাহার, রেস টপলে, ট্রেন্ট বোল্ট।

ইমপ্যাক্ট সাব- রবীন মিঞ্জ/করণ শর্মা।

অধিনায়ক: হার্দিক পান্ডিয়া, কোচ: মাহেলা জয়বর্ধনে

তুরুপের তাস: সূর্যকুমার যাদব।

হোম গ্রাউন্ড: ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

-------------------

3) চেন্নাই সুপার কিংস (CSK):

ঋতুরাজ গায়কোয়েড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, মাথিসা পাথিরানা, খলিল আহমেদ, নুর আহমেদ।। (ইমপ্যাক্ট সাব- আনশুল কাম্বোজ/মুকেশ চৌধরী)

অধিনায়ক: ঋতুরাজ গায়কোয়েড়, কোচ: স্টিফেন ফ্লেমিং।

তুরুপের তাস: রচীন রবীন্দ্র

হোম গ্রাউন্ড: এমএ চিদাম্বরম স্টেডিয়াম।।

সাফল্য- পাঁচবারের চ্যাম্পিয়ন

------------

4) সান রাইজার্স হায়দরাবাদ (SRH):

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (অধিনায়ক), মহম্মদ সামি, হর্ষল প্যাটেল। (ইমপ্যাক্ট সাব-সচিন বেবি/সিমরজিত সিং)

অধিনায়ক: প্যাট কামিন্স, কোচ:ড্যানিয়েল ভিত্তোরি

তুরুপের তাস: ট্রাভিস হেড

হোম গ্রাউন্ড: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম (হায়দারাবাদ)।।

সাফল্য-২০১৬ মরসুমে চ্যাম্পিয়ন

5) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রাসিখ দার/মনোজ ভানদাগে, ভূবনেশ্বর কুমার, জোস হ্যাজেলউড, যশ দয়াল। (ইমপ্ল্যাট সাব- স্বপ্নিল সিং/সূয়েশ শর্মা)

অধিনায়ক: রজত পাতিদার, কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।

হোম গ্রাউন্ড: এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।।

অধরা সাফল্য- দুবার ফাইনালে খেললেও কাপ জেতা হয়নি।

6) দিল্লি ক্যাপিটালস (DC):

ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেসার-ম্যাকগুর্ক, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কেএল রাহুল, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মুকেশ কুমার, টি নটরাজন।। (ইমপ্যাক্ট সাব- সমীর রিজভি/মোহিত শর্মা)

অধিনায়ক: অক্ষর প্যাটেল, কোচ: হেমাঙ্গ বাদানি

তুরুপের তাস: কেএল রাহুল

হোম গ্রাউন্ড: অরুণ জেটলি স্টেডিয়াম (দিল্লি)।।

অধরা সাফল্য- ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

7) রাজস্থান রয়্যালস (RR):

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকশানা, সন্দীপ শর্মা। (ইমপ্যাক্ট সাব- তুষার দেশপান্ডে/কুমার কার্তিকিয়া)

অধিনায়ক: সঞ্জু স্যামসন, কোচ: রাহুল দ্রাবিড়

তুরুপের তাস:যশস্বী জয়সওয়াল।।

সাফল্য- প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন। তবে তারপর থেকে দীর্ঘ ১৬ বছর কাপ অধরা।

8) পঞ্জাব কিংস (PBKS):

জোস ইংলিস, প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল,আঝমাতুল্লা ওমরঝাই, শশাঙ্ক সিং, সূর্যাংশ শিদজে, হরপ্রীত ব্রার, মার্কো জেনসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। (ইমপ্যাক্ট সাব- নেহাল ওয়াধেরা/কুলদীপ সেন)

অধিনায়ক: শ্রেয়স আইয়ার, কোচ: রিকি পন্টিং

তুরুপের তাস: গ্লেন ম্যাক্সওয়েল

হোম গ্রাউন্ড: পিসিএ নিউ স্টেডিয়াম (মুল্লানপুর)

সাফল্য- একবার ফাইনালে উঠলেও কাপ জেতা হয়নি।

----------------------

9) গুজরাট টাইটান্স (GT):

শুবমন গিল (অধিনায়ক), জোস বাটলার (উইকেটকিপার), সাই সুদর্শন, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, জেরাল্ড কোতজে, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কাগিসো রাবাদা। (ইমপ্যাক্ট সাব-মহিপাল লোমরোর/অনুজ রাওয়াত)

অধিনায়ক: শুবমন গিল। কোচ: আশীষ নেহরা

তুরুপের তাস: জোস বাটলার

হোম গ্রাউন্ড: নরেন্দ্র মোদী স্টেডিয়াম(আমেদাবাদ)

সাফল্য- ২০২২ মরসুমে চ্যাম্পিয়ন, ২০২৩-এর ফাইনালিস্ট।

--------------------

10) লখনৌ সুপার জায়েন্টস (LSG):

আইডেন মার্করাম, মিচল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), নিকোলাস পুরান, আয়ুস বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আকাশ দীপ। (ইমপ্যাক্ট সাব-এম সিদ্ধার্থ/আরশিন কুলকার্নি)

অধিনায়ক: ঋষভ পন্থ, কোচ: জাস্টিন ল্যাঙ্গার

তুরুপের তাস: মিচেল মার্শ

হোম গ্রাউন্ড: একানা স্টেডিয়াম (লখনৌ)

অধরা সাফল্য- কাপ নেই।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement