Cricket Year Review 2021: ২০২১ সালের চার বিতর্ক যা আলোড়ন ফেলেছিল ক্রিকেট বিশ্বে
২০২১ সাল ক্রিকেট বিশ্ব অনেক ঘটনার সাক্ষী থাকল। প্রথমত আইপিএল (IPL)-এর দ্বিতীয় সংস্করণ তারপর টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। কিন্তু তার মধ্যে এমন চারটি বিতর্ক হয়েছে যা ক্রিকেট বিশ্বে (Cricket World) আলোড়ন ফেলেছে।
মুম্বই, ২১ ডিসেম্বর: ২০২১ সাল ক্রিকেট বিশ্ব অনেক ঘটনার সাক্ষী থাকল। প্রথমত আইপিএল (IPL)-এর দ্বিতীয় সংস্করণ তারপর টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। কিন্তু তার মধ্যে এমন চারটি বিতর্ক হয়েছে যা ক্রিকেট বিশ্বে (Cricket World) আলোড়ন ফেলেছে।
সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক-
১) চার বছর আগে তাসমানিয়া দলের এক মহিলা কর্মীর সঙ্গে সেক্সচ্যাটের মাশুল দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়তে হয় টিম পেইনকে। আরও পড়ুন:
বিরাটদের বিরুদ্ধে টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা প্রোটিয়া পেসার
২) ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট নিয়ে ব্যক্তিগত অবস্থানের জন্য বিশ্বকাপের ম্যাচে বাদ পড়তে হয় কুইন্টন ডি'কককে। টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাননি ডি'কক। ফলে সেই ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। পরের ম্যচগুলিতে অবশ্য তাঁকে মাঠে নামতে দেখা যায় এবং ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন করতে দেখা যায়।
৩) টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পরেই সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়। সেই ম্যাচে ভালো বল করতে পারেননি শামি। তাই মৌলবাদীদের আক্রমণের শিকার হতে হয় টিম ইন্ডিয়ার তারকা পেসারকে।
৪) ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে এবছর সবথেকে বড় বিতর্ক দেখা দেয় সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলিকে ঘিরে। আর এই বিতর্কের সূত্রপাত ঘটে কোহলিকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য। সেই বিতর্ক এখনও সেষ হয়নি। যদিও এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বোর্ড সভাপতি জানিয়েছেন। আপাতত টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছে টেস্ট এবং ওয়ান ডে খেলতে।