Team India Selectors: টিম ইন্ডিয়ার নির্বাচক হিসাবে এলেন দেশের বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শতাধিক টেস্ট উইকেটের মালিক, পারিশ্রমিকে পাচ্ছেন যত টাকা
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে এলেন দেশের প্রাক্তন দুই বোলার। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা পেসার রুদ্রপ্রতাপ সিং ও ওডিশার প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাকে নির্বাচক হলেন। সুব্রত ব্যানার্জির পরিবর্তে নির্বাচক কমিটিতে এলেন দেশের হয়ে ৪৮টি ম্যাচ খেলা প্রজ্ঞান ওঝা।
Team India Selectors: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে এলেন দেশের প্রাক্তন দুই বোলার। ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা পেসার রুদ্রপ্রতাপ সিং (RP Singh) ও ওডিশার প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) নির্বাচক (Senior India Men's Selection Committee) হলেন। সুব্রত ব্যানার্জির পরিবর্তে নির্বাচক কমিটিতে এলেন দেশের হয়ে ৪৮টি ম্যাচ খেলা প্রজ্ঞান ওঝা। আর দেশের জার্সিতে ৮২টি ম্যাচ খেলা উত্তরপ্রদেশের আরপি সিং নির্বাচন কমিটিতে এলেন শ্রীধরণ শরতের পরিবর্তে। ২০২৩ সালের জানুয়ারিতে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসাবে সুব্রত ব্যানার্জি ও এস শরত দক্ষিণাঞ্চলের প্রতিনিধি হিসাবে ভারতীয় পুরুষ সিনিয়র জাতীয় দলে নির্বাচন কমিটিতে এসেছিলেন। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের সঙ্গে কাজ করবেন আরপি সিং, ওঝা-রা।
আগরকরের সঙ্গে নির্বাচক কমিটিতে এখন কারা
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আগরকরের নির্বাচক কমিটির প্রধান পদের মেয়াদ বাড়ানো হয়েছে। আগরকরের সঙ্গে সিনিয়র দলের নির্বাচন কমিটিতে আছেন অজয় রাতরা (উত্তর), শিবসুন্দর দাস (কোনও বিশেষ অঞ্চলের নন)। এবার তাতে যোগ হলেন আরপি সিং ও প্রজ্ঞান ওঝা। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্য়াচের ওয়ানডে ও পাঁচটি টি-২০ সিরিজের জন্য জাতীয় দল গঠনে আগরকরের সঙ্গে থাকবেন আরপি সিং ও প্রজ্ঞান ওঝা।
দেখুন খবরটি
আগরকর কত টাকা পারিশ্রমিক পান, আরপি-রা কত টাকা পাবেন
ভারতীয় পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকর বছরে ১ কোটি টাকা পারিশ্রমিক পান। আর বিভিন্ন জোন বা অঞ্চল থেকে আসা নির্বাচকরা বছরে ৯০ লক্ষ টাকা পারিশ্রমিক পান। আরপি সিং, প্রজ্ঞান ওঝারা দল বাছাইয়ের গুরুদায়িত্বের জন্য ৯০ লক্ষ টাকা পাবেন।
ধোনির পছন্দের ক্রিকেটার ছিলেন আরপি সিং
২০০৭ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন রায় বারেলির পেসার আরপি সিং। জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ৩ উইকেট দুরন্ত স্পেল করেছিলেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন আরপি। তবে বিশ্বকাপ জিতলেও ১০টি-র বেশি আন্তর্জাতিক টি-২০ খেলতে পারেননি। ১৪টি টেস্ট খেলে ৪০টি ও ৫৮টি ওয়ানডে খেলে ৬৯টি উইকেট নেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে আরপি সিং-য়ের মোট ১২৪টি উইকেট আছে। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, ২০১১ সালে শেষবার দেশের জার্সিতে খেলেন তিনি।
টেস্টে হরভজনকে চাপে রেখেছিলেন প্রজ্ঞান ওঝা
অন্যদিকে, ওডিশার ছেলে হায়দরাবাদে হয়ে দুরন্ত স্পিন বোলিং করে জাতীয় দলের দরজা খুলেছিলেন প্রজ্ঞান ওঝা। দেশের হয়ে টেস্টে শতাধিক উইকেট থাকা ওঝা একটা সময় হরভজন সিংকে চাপে ফেলে দিয়েছিলেন। টেস্ট বোলার হিসাবে একটা সময় বেশ দাপট দেখিয়েছিলেন। টেস্টে ইনিংসে ৭বার ৫ উইকেট নেন তিনি। তবে বিদেশের মাটিতে কখনই খেলার সুযোগ দেওয়া হয়নি। ১৮টি ওয়ানডে খেললেও দাগ কাটতে পারেননি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)