Olympic Qualifier: মহিলা ফুটবলের কোয়ালিফায়ার রাউন্ডের জন্য ভারতীয় দল ঘোষণা কোচ ডেনার্বির
আগামী ৪ ও ৭ এপ্রিল দুই দল একে অপরের মুখোমুখি হবে
কিরঘিজ প্রজাতন্ত্রের বিশকেকে (Bishkek, Kyrgyz Republic) ৪ এপ্রিল থেকে শুরু হতে চলা মহিলাদের অলিম্পিক বাছাইপর্বের প্রথম রাউন্ডের জন্য বুধবার ভারতীয় দল ঘোষণা করেছেন জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ থমাস ডেনার্বি। তুর্কমেনিস্তানের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর 'জি' গ্রুপে ভারত ছাড়া অন্য দল হিসেবে রয়েছে আয়োজক কিরঘিজ প্রজাতন্ত্র। আগামী ৪ ও ৭ এপ্রিল দুই দল একে অপরের মুখোমুখি হবে। অলিম্পিক কোয়ালিফায়ার প্রস্তুতির অংশ হিসেবে উজবেকিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছে তারা। জর্ডনে দুটি প্রীতি ম্যাচও খেলেছিলেন ভারতীয় মহিলারা।
ভারতের মহিলা ফুটবল দল
গোলকিপার: সৌমিয়া নারায়ণস্বামী, শ্রেয়া হুডা ও এলাংবাম পান্থোই
ডিফেন্ডার: আশালতা দেবী, সুইটি দেবী, ঋতু রানী, রঞ্জনা চানু, মিশেল কাস্তানহা, ডালিমা ছিব্বর, মানিসা পান্না, জুলি কিষাণ
মিডফিল্ডার: শিলকি দেবী হেমাম, অঞ্জু তামাং, ইন্দুমতি কাথিরেসান, সঙ্গীতা বাসফোর এবং কার্তিকা অঙ্গমুথু
ফরোয়ার্ড: গ্রেস ডাংমেই, সৌম্য গুগুলথ, রেণু, করিশ্মা শিরভোইকার, সন্ধিয়া রঙ্গনাথন এবং অপূর্ব নার্জারি