Northeast United FC vs SC East Bengal, ISL 2021-22: ইন্ডিয়ান সুপার লিগে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল, জয়ে পেতে মরিয়া লাল-হলুদ শিবির

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (Northeast United vs SC East Bengal)। ফাতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। গত বছরের সেমিফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড তাদের শেষ দুটি ম্যাচে হেরেছে। হায়দরাবাদ এফসি-র বিপক্ষে গত ম্যাচে তারা ১-৫ গোলে হেরেছে। খালিদ জামিলের দলটি মাত্র চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০তম স্থানে রয়েছে।

NorthEast United FC (Photo Credits: ISL)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (Northeast United FC vs SC East Bengal)। ফাতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। গত বছরের সেমিফাইনালিস্ট নর্থইস্ট ইউনাইটেড তাদের শেষ দুটি ম্যাচে হেরেছে। হায়দরাবাদ এফসি-র বিপক্ষে গত ম্যাচে তারা ১-৫ গোলে হেরেছে। খালিদ জামিলের দলটি মাত্র চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১০তম স্থানে রয়েছে।

অন্যদিকে, এই মরসুমে এখনও জয়ের মুখ দেখেনি লাল হলুদ শিবির। লিগ টেবিলে একেবারে নিচে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করেছে তারা। জয়ের সন্ধানে লাল-হলুদের স্প্যানিশ কোচ হোসে মানোলো দিয়াজ। চোট সারিয়ে আজই মাঠে ফিরতে পারেন অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আরও পড়ুন: World's 'Most Admired Man': বিশ্বের ১২তম 'সবচেয়ে প্রশংসিত মানুষ' কিংবদন্তি সচিন তেন্ডুলকর

দুই দলের সম্ভাব্য একাদশ:

নর্থইস্ট ইউনাইটেড এফসি: শুভাশিস রায়, প্যাট্রিক ফ্লটম্যান, টন্ডনবা সিং, মহম্মদ ইরশাদ, জো জোহেরলিয়ানা, হার্নান সান্তানা, প্রজ্ঞান গগৈ, ইমরান খান, লালদানমাওইয়া রাল্টে, ম্যাথিয়াস কোরেউর এবং সুহাইর ভাদাক্কেপিডিকা।

এসসি ইস্ট বেঙ্গল: শঙ্কর রায়, টমিস্লাভ ম্রসেলা, হীরা মণ্ডল, রাজু গায়কওয়াড়, ফ্রাঞ্জো প্রসে, সৌরভ দাস, লালরিনলিয়ানা হানামতে, অমরজিৎ কিয়াম, আন্তোনিও পেরোসেভিক, থংখোসিয়েম হাওকিপ, ড্যানিয়েল চুকউ।