ISL 2023 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

Mumbai City vs Kerala Blasters (Photo Credit: Mumbai City/ X)

কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)-র কাছে হারের পর মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র লক্ষ্য চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)-কে হারানো। মাসখানেক আগে অক্সফোর্ড ইউনাইটেডে দেস বাকিংহ্যামের (Des Buckingham) বিদায়ের পর নতুন কোচ পেত্র ক্রাটকির (Petr Kratky) অধীনে আগের ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয়েছে মুম্বই। শেষ চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের চেয়ে সাত পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার চার নম্বরে নেমে গিয়েছে মুম্বই। এদিকে, পঞ্জাবের কাছে ১-০ গোলে হেরে অবাক করে দিয়েছে চেন্নাইয়িন এফসি। যদিও তারা তালিকার ষষ্ঠ স্থান ধরে রেখেছে তবে ওয়েন কোয়েল (Owen Coyle) এবং তার দল ব্যর্থতাই বেশ হতাশ। আজ মুম্বই সিটির বিরুদ্ধে জিতলে মোহনবাগান ও মুম্বইয়ের থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এসে যাবে চেন্নাই। Mohun Bagan SG vs Kerala Blasters Video Highlights: জারি হারের ধারা, ঘরের মাঠে কেরলের কাছে ডুবল মোহনবাগান; দেখুন ভিডিও হাইলাইটস

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৮ ডিসেম্বর মুম্বই ফুটবল অ্যারেনা (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।