Mohun Bagan SG vs Punjab FC, ISL 2023 Live Streaming: মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

Mohun Bagan Super Giants (Photo Credit: @mohunbagansg/ X)

গত ছ'মাস ধরে মোহনবাগান সুপার জায়ান্ট যা কিছু ছুঁয়েছে, সবই যেন সোনা হয়ে গিয়েছে। প্রথম, ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ২০২২-২৩ চ্যাম্পিয়ন হয় মেরিনার্স। এরপর ডুরান্ড কাপের গৌরবের পথে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি-কে অবনমন, এবং শেষ পর্যন্ত মহাদেশীয় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে জয়। আজ শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে আইএসএল ২০২৩-২৪-র উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে জুয়ান ফেরান্ডোর দল। মোহনবাগানের কাছে বড় মাথাব্যথা আশিক কুরনিয়ানের অনুপস্থিতি। জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে চোট পেয়ে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সাসপেনশনের কারণে অনিরুদ্ধ থাপাকেও মিস করবে মেরিনার্স। এদিকে, গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম শীর্ষ উড়ানে নামতে চলেছে শেরস। তারা প্রথম ক্লাব যারা ক্রীড়া যোগ্যতার ভিত্তিতে আইএসএল-এ পদোন্নতি অর্জন করেছে। মোহনবাগান যখন পঞ্জাবকে তাদের প্রাপ্য সম্মান দিতে প্রস্তুত, তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ জানাতেও নবাগতদের সবচেয়ে শক্তিশালী খেলা তুলে ধরতে হবে। উইলমার জর্ডান গিল ও দিমিত্রিওস চ্যাটজিসিয়াসকে ছাড়াই মাঠে নামবে পাঞ্জাব। Odisha FC vs Chennaiyin FC, ISL 2023 Live Streaming: ওড়িশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৩ সেপ্টেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) আয়োজিত হবে মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান এসজি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।