Mohun Bagan Goal Video: জামশেদপুর বধে মোহনবাগানের তিন নায়ক, দেখুন দিমিত্রি-কামিন্স-সাদিকুর গোল

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেরিনার্স, এক ম্যাচ বেশি খেলা লিগ লিডার ওড়িশা এফসির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা

Dimitri-Cummings-Sadiku (Photo Credit: Mohun Bagan SG/ X)

শুক্রবার, ১ মার্চ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) ৩-০ গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের এই জয়টি বিশেষ কারণ কলকাতার জায়ান্টদের তিনজন বিদেশীই দলের হয়ে গোল করেন। ম্যাচের সপ্তম মিনিটে দিমিত্রি পেত্রাতোস মেরিনার্সের হয়ে গোলের খাতা খোলেন, ৬৮ মিনিটে জেসন কামিংসের ব্যবধান দ্বিগুণ করেন। এই মরসুমে নিজের সেরা পারফর্ম করতে না পারার জন্য মোহনবাগানের সমর্থকদের পাশাপাশি বাংলা মিডিয়ার তীব্র সমালোচনার মুখে পড়েছেন কামিন্স। শেষ চার ম্যাচে এটি অজি তারকার তৃতীয় গোল। এরপর আর্মান্দো সাদিকু ৮০ মিনিটে মেরিনার্সের হয়ে তৃতীয় গোলটি করে নিজের দাপট বজায় রাখে। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেরিনার্স, এক ম্যাচ বেশি খেলা লিগ লিডার ওড়িশা এফসির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। এদিকে ঘরের মাঠের বাইরে মোহনবাগানের কাছে হারে হতাশ জামশেদপুর এফসি। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। তবে নর্থইস্ট ইউনাইটেড, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসির মতো দলগুলির চেয়ে কম ম্যাচ খেলেছে তারা। East Bengal vs Odisha Result: সুপার কাপ ফাইনালের প্রতিশোধ তুলে ইস্টবেঙ্গলকে হারাল ওড়িশা

দেখুন ভিডিও হাইলাইটস



@endif