Messi on PSG: 'ক্লাব থেকে স্বীকৃতি পায়নি', ফিফা বিশ্বকাপ জয়ে পিএসজির সমালোচনায় মেসি

চলতি বছরের শুরুতেই পিএসজিতে মেসির থাকার মেয়াদ শেষ হয়ে যায়। পিএসজিতে দুই বছর থাকার পর সামার ট্রান্সফার উইন্ডোর সময় মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি

Lionel Messi in PSG (Photo Credit: Preeti/ X)

গত বছর ডিসেম্বরে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বিজয় অনেক দিক থেকেই বিশেষ ছিল এবং বিজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের তাদের নিজ নিজ ক্লাব দ্বারা সম্মানিত করা হয়। কিন্তু মেসি এখন জানিয়েছেন, ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য তাঁকে স্বীকৃতি দেয়নি তাঁর প্রাক্তন দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গত বছর বিশ্বকাপে পিএসজির সদস্য থাকা মেসি বলেন, কাতারে অসাধারণ জয়ের জন্য তিনিই একমাত্র খেলোয়াড় যিনি কখনও স্বীকৃতি পাননি। ESPN কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'এই ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড় যে [ক্লাব] স্বীকৃতি পায়নি। আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।' Kerala Blasters vs Bengaluru FC, ISL 2023: অবশেষে প্রতিশোধ! আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ২-১ গোলে হারাল কেরল ব্লাস্টার্স

বার্সেলোনার হয়ে খেলার পর ২০২১ সালে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। চলতি বছরের শুরুতেই পিএসজিতে মেসির থাকার মেয়াদ শেষ হয়ে যায়। পিএসজিতে দুই বছর থাকার পর সামার ট্রান্সফার উইন্ডোর সময় মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। মেসির আমেরিকা পাড়ি দেওয়া এখন পর্যন্ত বেশ ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিয়ামির হয়ে এখনও পর্যন্ত ১১টি গোল করেছেন তিনি। এ ছাড়া গত মাসে ইন্টার মিয়ামিকে লিগ কাপের শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সর্বশেষ প্রতিযোগিতামূলক অ্যাকশনে চোটের কারণে টরন্টো এফসির বিপক্ষে এমএলএস ম্যাচে মেসিকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল। মেসির ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো আশা করছেন, আগামী সপ্তাহে হিউস্টন ডায়নামো এফসি-র বিরুদ্ধে ইউএস ওপেন কাপের ফাইনালে সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসি ফিরতে পারবেন। হেরন্সের সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দুই বছর পর ডিসেম্বরে। তবে এখনই অবসর নিয়ে ভাবতে চান না তিনি। এই প্রসঙ্গে মেসি বলেন, 'আমি এটা নিয়ে ভাবিনি [অবসর নিয়ে], আমি এটা নিয়ে ভাবতে চাই না কারণ আমি যা করি তা উপভোগ করে যেতে চাই। ইউরোপ ছেড়ে এখানে এসে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলাম, পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে চাই না।'

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now