Copa America 2021: কোপায় মেসি ম্যাজিক, ৪-১ গোলে বলিভিয়া বধের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
কোপা আমেরিকায় (Copa America 2021) জ্বলে উঠলেন আর্জেন্টিনার প্রাণভ্রমরা৷ ৪-১ গোলে বলিভিয়াকে হারিয়ে দিল মেসি ম্যাজিক৷ এর ফলে মেসির জোড়া গোলে গ্রুপ শীর্ষে থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা৷
কোপা আমেরিকায় (Copa America 2021) জ্বলে উঠলেন আর্জেন্টিনার প্রাণভ্রমরা৷ ৪-১ গোলে বলিভিয়াকে হারিয়ে দিল মেসি ম্যাজিক৷ এর ফলে মেসির জোড়া গোলে গ্রুপ শীর্ষে থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা৷ খেলা শুরু ৬ মিনিটের মাথায় মেসির পাসে গোল করেন আলেহান্দ্রো গোমেজ৷ বলিভিয়ার আদ্রিয়ান জুসিনোর একটা ভুলে পেনাল্টির সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা৷ এবার আর গোল করতে ভোলেননি লিওনেল মেসি৷ খেলার ৩৩ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্দের আগে চালকের আসনে তখন আর্জেন্টিনা৷ বেশ কোণঠাসা প্রতিপক্ষ বলিভিয়া৷ সের্খিয়ো আগুয়েরোর পাসে গোলরক্ষকের মাথার উপরে ভলি মেরে বল তুলে দেন মেসি৷ জালে জড়িয়ে ফের গোল৷
দ্বিতীয়ার্ধে জোর লড়াই দিয়েছিল বলিভিয়া৷ বিশেষ করে গোলরক্ষক কার্লোস লাম্পে হঠাৎ করেই যেন মানব প্রাচীর হয়ে ওঠেন। ৬ গজের বক্সের মধ্যে থেকে মারা শট আটকে দেন তিনি। ফিরতি বলে ফের শট নিলে তাও প্রতিহত করেন লাম্পে। মেসির মারা ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়। তবে দলের লজ্জা আর বাড়তে দেননি তিনি। ৬৪ মিনিটের মাথায় আগুয়েরোকে তুলে নিয়ে লাউটারো মার্টিনেজকে নামান প্রশিক্ষক লিয়োনেল স্কালোনি। গোল করতে ভোলেননি ইন্টার মিলানের স্ট্রাইকার৷ ৬ গজের বক্সে জটলার মধ্যে বল পেয়ে স্কোর বোর্ডে নিজের নাম তুলে দেন৷