Kerala Blasters Fined By AIFF: আইএসএল বিতর্কে কেরালা ব্লাস্টার্সের জরিমানা ৪ কোটি, জনসমক্ষে ক্ষমা না চাইলে হবে ৬
বেঙ্গালুরু এফসি-র হয়ে ফ্রি-কিক থেকে গোল করার পরেই কেরল ব্লাস্টার্সের এই পদক্ষেপ। রেফারি ক্রিস্টাল জন গোলরক্ষক সুনীল ছেত্রীকে ফ্রি-কিক নেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এআইএফএফ-এর কাছে প্রতিবাদ জানায় ক্লাবটি।
নয়াদিল্লি, ১ এপ্রিল: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মাঝমাঠে খেলা ছেড়ে চলে যাওয়ার জন্য কেরল ব্লাস্টার্স এফসিকে চার কোটি টাকা জরিমানা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৩ মার্চ ২০২৩ তারিখে যে ঘটনাগুলি ঘটেছিল তার জন্য শ্রী বৈভব গাগারের সভাপতিত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক আয়োজন করা হয়েছিল। এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কমিটি, ম্যাচের সঙ্গে জড়িত সব পক্ষকে শোনার পর তাদের প্রতিবাদ ও জমা দেওয়ার কথা বিবেচনা করে, কেরল ব্লাস্টার্সকে ম্যাচ না খেলার জন্য 'জনসমক্ষে ক্ষমা চাওয়ার' নির্দেশ জারি করেছে। যদি সেটি না হয় অর্থাৎ ব্যর্থতার জন্য বিবাদী দলের উপর মোট জরিমানা ধার্য করা হবে তা বাড়িয়ে করা হবে ছ'কোটি।
কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকোমানোভিচের বিরুদ্ধে অভিযোগ ছিল খেলা ছেড়ে দেওয়া, খেলাকে অসম্মানিত করা, আপাতভাবে খেলা বন্ধ করার জন্য দলকে উস্কানি দেওয়ার জন্য এআইএফএফ আয়োজিত টুর্নামেন্ট থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। তাঁর পাশাপাশি ৯.১.২. ধারায় পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। এআইএফএফ-এর ৯.১.৬ ধারা অনুযায়ী হেড কোচকে দলের ড্রেসিংরুমে থাকার অনুমতি দেওয়া হবে না। হেড কোচকে তাঁর অসদাচরণের জন্য 'জনসমক্ষে ক্ষমা চাওয়ার' নির্দেশ জারি করা হয়েছে, ব্যর্থতায় জরিমানার পরিমাণ ১০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে।
কমিটি কেরল ব্লাস্টার্স ও ভুকোমানোভিচকে এক সপ্তাহের মধ্যে এই নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে কেরালা ব্লাস্টার্স ও তাদের প্রধান কোচের।