SC East Bengal vs Chennaiyin FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ চেন্নাইন এফসি-র মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC)। তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিগে এখনও পর্যন্ত জয় অধরা লাল হলুদ শিবিরের। ছয়টি ম্যাচ থেকে রবি ফাউলারের দলের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট রয়েছে। চেন্নাইন এফসি। অন্যদিকে জয়, ড্র ও হার নিয়ে গতবারের ফাইনালিস্টরা এ বার লিগ তালিকায় আট নম্বরে। গত ম্যাচেই এফসি গোয়ার বিরুদ্ধে চলতি লিগের দ্বিতীয় জয় পায় চেন্নাই। ছ’ম্যাচের পরে এখনও ১১ দলের তালিকায় সবার নীচে থাকলেও তাদের হিরো আইএসএল অভিযানের গ্রাফে কিন্তু একটা রুপোলি রেখা অবশ্যই রয়েছে। এখনও জয় না পেলেও রবি ফাউলারের দলের পারফরম্যান্সের রেখচিত্র ক্রমশ উর্ধ্বমুখী।

SC East Bengal (Photo: Twitter)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ চেন্নাইন এফসি-র মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Chennaiyin FC)। তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিগে এখনও পর্যন্ত জয় অধরা লাল হলুদ শিবিরের। ছয়টি ম্যাচ থেকে রবি ফাউলারের দলের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট রয়েছে। চেন্নাইন এফসি। অন্যদিকে জয়, ড্র ও হার নিয়ে গতবারের ফাইনালিস্টরা এ বার লিগ তালিকায় আট নম্বরে। গত ম্যাচেই এফসি গোয়ার বিরুদ্ধে চলতি লিগের দ্বিতীয় জয় পায় চেন্নাই। ছ’ম্যাচের পরে এখনও ১১ দলের তালিকায় সবার নীচে থাকলেও তাদের হিরো আইএসএল অভিযানের গ্রাফে কিন্তু একটা রুপোলি রেখা অবশ্যই রয়েছে। এখনও জয় না পেলেও রবি ফাউলারের দলের পারফরম্যান্সের রেখচিত্র ক্রমশ উর্ধ্বমুখী।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, সুরচন্দ্র সিং, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, শেহনাজ সিং, বিকাশ জাইরু, মট্টি স্টেইনম্যান, হাওবাম তোম্বা সিং, মোহাম্মদ রফিক, জ্যাক মাগোমা, অ্যান্টনি পিলিংটন। আরও পড়ুন: India vs Australia 2nd Test 2020 Day 1: অশ্বিন –বুমরাহর ঝোরো বোলিংয়ের সামনে দিশেহারা অজি টপ অর্ডার, শূন্য রানে ফিরলেন স্টিভ স্মিথ

চেন্নাইয় এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: বিশাল কাইথ, এডউইন ভ্যানসপল, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, দীপক টাঙ্গরী, অনিরুধ থাপা, ফাতখুল্লো ফাতখুলয়েভ, রাফেল ক্রুভেলোরো, লালিয়ানজুয়াল ছাঙ্গতে, জাকুব সিলভেস্টার।

পরিসংখ্যান: এই প্রথমবার দুটি দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।