ATK Mohun Bagan vs FC Goa: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ৩১ তম ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs FC Goa)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জামশেদপুর এফসির কাছে হারের আগে কলকাতা জায়ান্ট তাদের প্রথম তিনটি ম্যাচ জিতেছিল এবং গত সপ্তাহে হায়দরাবাদ এফসির বিপক্ষে ড্র করেছিল। অন্যদিকে, নতুন প্রধান কোচ জুয়ান ফেরান্দোর অধীনে ধীরগতিতে শুরু করার পরে গোয়া ফর্মে ফিরেছে। শেষ দুটি ম্যাচ তারা জিতেছে। গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খুইয়ে হঠাৎ সমস্যায় পড়া এটিকে মোহনবাগানের সামনে যখন গতবারের লিগে এক নম্বর দল এফসি গোয়া, তখন তো সেই ম্যাচে কলকাতার দলের চাপে থাকাই স্বাভাবিক। কিন্তু কতটা চাপে আছেন গত বারের চ্যাম্পিয়ন দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস, এই প্রশ্নেরই উত্তর পাওয়া যেতে পারে এই ম্যাচে।
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ৩১ তম ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan vs FC Goa)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জামশেদপুর এফসির কাছে হারের আগে কলকাতা জায়ান্ট তাদের প্রথম তিনটি ম্যাচ জিতেছিল এবং গত সপ্তাহে হায়দরাবাদ এফসির বিপক্ষে ড্র করেছিল। অন্যদিকে, নতুন প্রধান কোচ জুয়ান ফেরান্দোর অধীনে ধীরগতিতে শুরু করার পরে গোয়া ফর্মে ফিরেছে। শেষ দুটি ম্যাচ তারা জিতেছে। গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খুইয়ে হঠাৎ সমস্যায় পড়া এটিকে মোহনবাগানের সামনে যখন গতবারের লিগে এক নম্বর দল এফসি গোয়া, তখন তো সেই ম্যাচে কলকাতার দলের চাপে থাকাই স্বাভাবিক। কিন্তু কতটা চাপে আছেন গত বারের চ্যাম্পিয়ন দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস, এই প্রশ্নেরই উত্তর পাওয়া যেতে পারে এই ম্যাচে।
কলকাতা ও গোয়ার ফুটবল শত্রুতা বরাবরের। জনপ্রিয়তায় দেশের ফুটবলের সেরা পীঠস্থান যদি হয় গঙ্গাপাড়ের শহর, তা হলে অবশ্যই দ্বিতীয় সেরা আরব সাগরপাড়ের রাজ্য। দেশের সেরা আন্তঃরাজ্য প্রতিযোগিতা সন্তোষ ট্রফিতে সাফল্যের নিরিখে যদিও বাংলা (৩১ বার চ্যাম্পিয়ন) গোয়ার (৫ বার) চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ফুটবলের জনপ্রিয়তায় একে অপরকে টেক্কা দিতে পারে দুই রাজ্য। আরও পড়ুন: Cricketer Varun Chakravarthy Gets Married: চেন্নাইয়ে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারলেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী, দেখুন ছবি
এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, ব্র্যাড ইনমান, কার্ল ম্যাকহাগ, জয়েশ রেন, সুভাশিস বোস, রয় কৃষ্ণ, মনভীর সিং।
এফসি গোয়া-র সম্ভাব্য প্রথম একাদশ: মহম্মদ নওয়াজ; সেরিটন ফার্নান্দেস, ইভান গঞ্জালেজ, জেমস ডোনাচি, সেভিয়ার গামা; এডু বেদিয়া, লেনি রডরিগস; আলেকজান্ডার জেসুরাজ, ব্র্যান্ডন ফার্নান্দিস, জর্জে মেন্ডোজা আরটিজ; ইগর অ্যাঙ্গুলো।
পরিসংখ্যান: দুই দল এর আগে ১৪ বার মুখোমুখি হয়েছে। ৫ বার জিতেছে এটিকে মোহনবাগান, ৩ বার জিতেছে গোয়া। ৬টি ম্যাচ ড্র হয়েছে।