ISL 2020-21 Squads: আসন্ন ISL-এ ATK মোহনবাগান, বেঙ্গালুরু FC, চেন্নাইন FC, FC গোয়ার প্রধান কোচ কে, রক্ষণে কে খেলছেন? দেখে নিন এক ঝলকে
মাঝে আর মাত্র দুটি দিন ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল (ISL 2020-21)। এনিয়ে সাত বছরে পড়ল আইএসএল সুপার লিগ। শুক্রবার ২০ নভেম্বর প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান (Atk-Mohunbagan)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। গোয়ার বাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে হবে ওই ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। এই সুপার লিগ থেকে গত ৬টি মরশুমে দেশের সবথেকে বড় দুই ফুটবল ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে খালি হাতেই ফিরতে হয়েছে। কিন্তু এবার কলকাতার যুযুধান দুই ক্লাবই প্রথম থেকে মারমুখীর ভূমিকায়। ATK-র সঙ্গে জুড়ে গিয়েছে মোহনবাগান।
গোয়া, ১৭ নভেম্বর: মাঝে আর মাত্র দুটি দিন ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল (ISL 2020-21)। এনিয়ে সাত বছরে পড়ল আইএসএল সুপার লিগ। শুক্রবার ২০ নভেম্বর প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান (Atk-Mohunbagan)। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। গোয়ার বাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে হবে ওই ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। এই সুপার লিগ থেকে গত ৬টি মরশুমে দেশের সবথেকে বড় দুই ফুটবল ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে খালি হাতেই ফিরতে হয়েছে। কিন্তু এবার কলকাতার যুযুধান দুই ক্লাবই প্রথম থেকে মারমুখীর ভূমিকায়। ATK-র সঙ্গে জুড়ে গিয়েছে মোহনবাগান। তাই আইএসএল সুপার লিগে ATK মোহনবাগান হিসেবেই মাঠে নামছে দল।
অন্যদিকে ইস্টবেঙ্গলও কম যায় না। চির প্রতিদ্বন্দ্বির মুখোমুখি হতে সুপার লিগে তার পায়ে ফুটবল গড়ানোর আগেই নতুন পরিচয় SC ইস্টবেঙ্গল। মরশুম শুরু আগেই উত্তেজনায় গা সেঁকে নিতে নিতে একবার চোখ বুলিয়ে নিন ATK মোহনবাগানের স্কোয়াডে।
ATK মোহনবাগান
প্রধান কোচ: অ্যান্টোনিও লোপেজ হাবাস।
গোল রক্ষক: অরিন্দম ভট্টাচার্য, আরশ শেখ, আরিয়ান নীরজ লাম্বা, অভিলাষ পাল, ধীরাজ সিং।
ডিফেন্ডার: টিরি, প্রবীর দাস প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, সুমিত রাঠি।
মিড ফিল্ডার: বরিস সিং, ব্রাডেন ইনম্যান, কার্ল ম্যাকহাগ, এডু গার্সিয়া, জাভিয়ের হার্নান্দেজ, গ্লান মার্টিনস, জয়েশ রানে, মিখায়েল সুসাইরাজ, এন ইংসন সিংহ, প্রণয় হালদার, রেজিন মিখায়েল, সাহিল শেখ।
ফরওয়ার্ড: ডেভিড উইলিয়মস, মনবীর সিং, মহম্মদ ফরদিন আলি মোল্লা, রায় কৃষ্ণ।
বেঙ্গালুরু FC
প্রধান কোচ: কার্লস কুয়াদ্রাত
গোল রক্ষক: গুরপ্রীত সিং সাঁধু, লারা শর্মা, লালথুমমাওয়িয়া রাল্টে।
গোল রক্ষক: অজিত কুমার, দিশ্ব দর্জি, ফ্রান্সিসকো গঞ্জালেজ, জো জোহেরালিয়ানা, জুয়ানান, নামগিয়াল ভূটিয়া, পরাগ শ্রীবাস, প্রতীক চৌধুরী, রাহুল ভেকে, ওংগায়াম মুইব়্যাং।
মিড ফিল্ডার: অজয় ছেত্রী, অময় মোরাজকর, ক্লেইটন সিলভা, ডিমাস দেলগাদো, ইমানুয়েল লালছনেছুহ, এরিক পার্তালু, হার্মানজত খাবরা, সুরেশ ওয়াংজ্যাম, থৈ সিং।
ফরওয়ার্ড: দেশোর্ন ব্রাউন, এডমন্ড লালরিন্দিকা, ক্রিস্টিয়ান ওপশেঠ, লিওন অগাস্টিন, আশিক কুরুনইয়ান, নওরেম সিং, সুনীল ছেত্রী, সেম্বই হওকিপ।
চেন্নাইন FC
প্রধান কোচ: সিসাবা লাসলো।
গোল রক্ষক: করণজিৎ সিং, শমিক মিত্র, রেবন্ত বিওয়াই, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকিব নওয়াব, বালাজি গণেশন, দীপ তাঙ্গরি, রেমি, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়ালা, রিগান সিং, লালছাওনমাওইয়া।
মিড ফিল্ডার: অভিজিৎ সরকার, অনিরুধ থাপা, ধনপাল গণেশ, এডউইন ভ্যানসপল, মেমো মৌরো, ফাতখুল্লো ফ্যাটখুলোয়েভ, জার্মানপ্রীত সিং, থোই সিং, লালিয়ানজুয়াল ছাঙতে, পান্ডিয়ান সিনিভাসন, রাফায়েল ক্রিভেল্লারো।
ফরওয়ার্ড: আমান ছেত্রি, ইসমাইল গনসালভস, জ্যাকব সিলভেস্টার, রহিম আলি।
FC গোয়া:
প্রধান কোচ: জুয়ান ফার্নান্দো।
গোল রক্ষক: অ্যান্তোনিও ডি’সিলভা, মহম্মদ নওয়াজ, নবীন কুমার, শুভম ধাস।
ডিফেন্ডার: আইবান দোহলিং, ইভান গঞ্জালেজ, জেমস ডোনাচি, লিয়েন্ডার ডি'কুনহা, মোহাম্মদ আলি, সানসন পেরেইরা, সেরিনিও ফার্নান্দেস, সেভিয়ার গামা, সিরিটন ফার্নান্দেস।
মিড ফিল্ডার: আলবার্তো নোগুয়েরা, আলেকজান্ডার জেসুরাজ, ব্র্যান্ডন ফার্নান্দেস, এদু বেদিয়া, ফ্লান গোমেস, জর্জে মেন্ডোজা, লেনি রডরিগস, নেস্টার ডায়াস, ফ্রেংকি বুয়াম, প্রিন্সটন রেবেলো, রেডিম ত্লাং, সেমিনেল ডাউঞ্জেল।
ফরওয়ার্ড: আরেন ডি’সিলভা, দেবেন্দ্র মুরগাঁওকার, ইগর আঙ্গুলো, ইশান পান্ডিতা, মাকান ছোট।