Goa Vs Jamshedpur FC ISL 2019 Live Streaming: হায়দরাবাদ এফসিকে ২-১-এ হারিয়ে জয়ী চেন্নাইয়িন এফসি, আজ খেলা গোয়া বনাম জামশেদপুর এফসির মধ্যে; লাইভ টেলিকাস্ট দেখবেন কোথায়? জেনে নিন
এই প্রথম জয় পেল চেন্নাইয়িন এফসি। গতকাল সোমবার হায়দরাবাদ এফসিকে ২-১-এ হারিয়ে এ বারের আইএসএলে প্রথম জয় পেল তারা। নাটকীয়ভাবে তিনটি গোলই (Goal) হল খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে। চেন্নাইয়ের স্কেমব্রি প্রথম গোল করেন ৯০+২ মিনিটে। ৯০+৫ মিনিটে হায়দরাবাদের কিলগালন সমতা ফেরান। এক মিনিটের মধ্যে চেন্নাইয়ের দ্বিতীয় গোল ভালকিসের। আজ ম্যাচ রয়েছে গোয়া বনাম জামশেদপুর এফসির মধ্যে।
Goa Vs Jamshedpur FC, Indian Super League 2019-20 Free Live Streaming Online and Live Telecast: এই প্রথম জয় পেল চেন্নাইয়িন এফসি। গতকাল সোমবার হায়দরাবাদ এফসিকে ২-১-এ হারিয়ে এ বারের আইএসএলে প্রথম জয় পেল তারা। নাটকীয়ভাবে তিনটি গোলই (Goal) হল খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে। চেন্নাইয়ের স্কেমব্রি প্রথম গোল করেন ৯০+২ মিনিটে। ৯০+৫ মিনিটে হায়দরাবাদের কিলগালন সমতা ফেরান। এক মিনিটের মধ্যে চেন্নাইয়ের দ্বিতীয় গোল ভালকিসের। আজ ম্যাচ রয়েছে গোয়া বনাম জামশেদপুর এফসির মধ্যে।
জেনে নিন কোন কোন প্ল্যাটফর্মে (Platform) সরাসরি দেখতে পারবেন এই ম্যাচ? জানা যাচ্ছে, Star Sports পাশাপাশি Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD television ছাড়াও হটস্টারের মতো অ্যাপেও দেখা যাবে সিএফসি বনাম এইচওয়াইডি-র এই দুরন্ত ম্যাচ। এছাড়া এই ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবেন LatestLY.com-এ CFC vs HYD-এ। Chennaiyin FC vs Hyderabad FC- Live Football Score এও। আরও পড়ুন: Chennaiyin FC vs Hyderabad FC ISL 2019 Live Streaming: ইন্ডিয়ান সুপার লিগ ৬-এ সিএফসি বনাম এইচওয়াইডি-র লাইভ টেলিকাস্ট দেখবেন কোথায়? জেনে নিন
মোট ৯০টি পর্বে হবে খেলা। চলতি বছরের ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ ৬ (Indian Super League 6)। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ম্যাচ।