Hero Super Cup Final Video Highlights: দেখুন, বেঙ্গালুরুকে হারিয়ে প্রথম সুপার কাপ শিরোপা জিতল ওড়িশা
ওড়িশার হয়ে ব্রাজিলিয়ান দিয়েগো মোরসিও দুটি গোল করেন, বেঙ্গালুরুর হয়ে একমাত্র গোল করেন সুনীল ছেত্রী
ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে ইতিহাস গড়ল ওড়িশা এফসি। বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো হিরো সুপার কাপের চ্যাম্পিয়ন হল ওড়িশা। প্রথমার্ধে ওড়িশার হয়ে ব্রাজিলিয়ান দিয়েগো মোরসিও দুটি গোল করলেও, ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরু এফসি-র ব্যবধান কমিয়ে আনেন সুনীল ছেত্রী। ক্লিফোর্ড মিরান্ডাও ইতিহাস গড়লেন, প্রথম ভারতীয় কোচ হিসেবে সুপার কাপ জিতলেন। চলতি মরসুমে তৃতীয় ফাইনাল খেলছে বেঙ্গালুরু এফসি। ব্লুজরা প্রতিপক্ষের মাঠে যথেষ্ট দখল রেখে খেলেছে। অন্যদিকে, গত দুই ম্যাচে প্রথমার্ধে দুটি গোল হজম করা ওড়িশাও ছিল বেশ সতর্ক। ২৩ মিনিটে দিয়েগো মোরসিওর ফ্রিকিক থেকে গোল করেন। কয়েক মিনিট পর হাফটাইমের সাত মিনিট আগে ২-০ করে ফেলেন তিনি। এরপর বেঙ্গালুরুকে পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর হয়ে চারটি পরিবর্তন করে তবে, ওড়িশা তাদের আধিপত্য বজায় রেখেছিল। সুনীল ছেত্রীর গোলের সুবাদে বেঙ্গালুরু সমর্থকদের বিশ্বাস তখনও বাকি। কিন্তু বেঙ্গালুরুর জন্য ছিল হৃদয়বিদারক সমাপ্তি।
দেখুন ওড়িশা বনাম বেঙ্গালুরু, হিরো সুপার কাপ ফাইনাল ভিডিও হাইলাইটস