Harry Kane's Children Car Accident: গাড়ি দুর্ঘটনার শিকার ইংল্যান্ডের ফুটবলারের হ্যারি কেনের ছেলে-মেয়ে

বাভারিয়ান পুলিশ জানিয়েছে, শ্যাফটলার্নের ২০৭১ নম্বর স্টেট রোডে কেনের তিন থেকে সাত বছর বয়সী শিশুদের মার্সিডিজের সঙ্গে রেনল্টের সংঘর্ষ হয়। এরপর একটি ল্যান্ড রোভারের সঙ্গে সংঘর্ষ হয় রেনল্টের

Harry Kane with Family (Photo Credit: @tity_christian/ X)

মিউনিখের বাইরে গাড়ি দুর্ঘটনায় বায়ার্ন মিউনিখের (Bayern Munich) স্ট্রাইকার হ্যারি কেনের (Harry Kane) তিন সন্তান 'সামান্য আহত' হয়েছেন বলে জার্মান দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে যখন তিনি লন্ডনে তখন সোমবার এ দুর্ঘটনা ঘটে। হোহেনশেফটলার্ন ফায়ার ব্রিগেডের মুখপাত্র দুর্ঘটনায় আহতদের পরিচয় প্রকাশ না করলেও বিল্ড ডেইলি এই প্রতিবেদনকে সঠিক বলে নিশ্চিত করে। মুখপাত্র এএফপিকে বলেন, 'কেউ গুরুতর আহত হয়নি, দুর্ঘটনাটি আসলে যা ঘটে তার চেয়ে অনেক খারাপ দেখাচ্ছে।' বিল্ড তিনটি গাড়ির মধ্যে দুর্ঘটনার ছবি প্রকাশ করে, যার মধ্যে কেনের চার সন্তানের বহনকারী একটি ভ্যান এবং স্ট্রাইকারের দেহরক্ষীও ছিল। রুটিন চেকআপের জন্য আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। Luke Fleurs Hijack Killing: দক্ষিণ আফ্রিকার ফুটবলার লুক ফ্লেয়ার্সের ছিনতাই-হত্যা মামলায় গ্রেফতার ৬

বাভারিয়ান পুলিশ জানিয়েছে, শ্যাফটলার্নের ২০৭১ নম্বর স্টেট রোডে কেনের তিন থেকে সাত বছর বয়সী শিশুদের মার্সিডিজের সঙ্গে রেনল্টের সংঘর্ষ হয়। এরপর একটি ল্যান্ড রোভারের সঙ্গে সংঘর্ষ হয় রেনল্টের। বাভারিয়ান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নয়জনের সবাই সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে এক মহিলাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে চার বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেন। স্ত্রী কেটের সঙ্গে তার চার সন্তান রয়েছে- আইভি (৭); ভিভিয়েন (৫); লুই (৩); সদ্যজাত হেনরি যে গত আগস্টে জন্মগ্রহণ করে। সবচেয়ে কম বয়সী সন্তান ওই গাড়িতে ছিলেন না বলে বিবিসি নিশ্চিত করেছে।