Wayne Rooney Was Blackmailed? : অর্ধনগ্ন মহিলাদের সঙ্গে ভাইরাল ওয়েন রুনি, পুলিশে গেলেন ফুটবলার

অর্ধনগ্ন মহিলাদের সঙ্গে রুনিকে দেখা যাচ্ছে৷ একটা ছবিতে চেয়ারে বসেই ঘুমোচ্ছেন ওয়েন রুনি৷ আর ঠিক তাঁর পাশে দাঁড়িয়ে স্ন্যাপচ্যাট মডেল টেলর রায়ান৷ বি

ওয়েন রুনি (Photo Credits: Twitter)

ফের শিরোনামে প্রাক্তন ম্যানইউ ফুটবল তারকা ওয়েন রুনি (Wayne Rooney)৷ তবে এবারের আলোচ্য মাঠের বাইরের খবর৷ একেবারে কেচ্ছায় জড়িয়ে পড়লেন ব্রিটিশ ফুটবলার৷ সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়েছে৷ ছবিগুলিতে অর্ধনগ্ন মহিলাদের সঙ্গে রুনিকে দেখা যাচ্ছে৷ একটা ছবিতে চেয়ারে বসেই ঘুমোচ্ছেন ওয়েন রুনি৷ আর ঠিক তাঁর পাশে দাঁড়িয়ে স্ন্যাপচ্যাট মডেল টেলর রায়ান৷ বিষয়টি নিয়ে হইচই পড়েই এক বিবৃতিতে ফুটবল তারকা জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছে৷ ইতিমধ্যেই পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ টেলরের পোস্ট করা একটি ছবিতে ক্যাপশন ছিল “মুনি রুনি”৷ অন্য ছবিটিতে দেখা যাচ্ছে চেয়ারে বসেই ঘুমোচ্ছেন রুনি৷ তাঁর পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন টেলর রায়ান৷ আরও পড়ুন-Basavaraj Bommai Takes Oath As New Karnataka Chief Minister: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বাসবারাজ বোম্মাই

ডার্বি ক্লাব সালফোর্ডকে ২-১ গোলে হারানোর পরেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়৷   অনুরাগীরা বিষয়টি নিয়ে চিন্তিত হলেও স্বস্তির খবর এই যে রুনি জানিয়েছেন, গোটা বিষয়টি এখন গ্রেট ম্যানচেস্টার পুলিশের তত্ত্বাবধানে রয়েছে৷ এদিকে সোশ্যাল মিডিয়া সরগরম করে রেখেছে রুনির সঙ্গে কয়েকজন অর্ধনগ্ন মহিলার ছবি৷

সংবাদ মাধ্যম সানের তথ্য বলছে, গত শনিবার রাতে ম্যানচেস্টারের চিনাহোয়াইট ক্লাবে গিয়েছিলেন ওয়েন রুনি৷ সেখানে রুনির ঘরে মডেলদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ফুটবলারের বন্ধুও একই কথা বলেছেন৷ সেই সঙ্গে বন্ধুবর আরও জানান, ওই মহিলাদের সঙ্গে কোনওভাবেই যৌনসংসর্গে জড়াননি ফুটবলার রুনি৷