Morocco qualified for FIFA World Cup 2026: আফ্রিকার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করা প্রথম দেশ গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো

গতরাতে রাবাতে তারা ১০ জনের নাইজারের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে সহজ জয় পেয়েছে। অ্যাটলাস লায়ন্সরা (Atlas Lions) কাতারে ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছিল। আগামী বিশ্বকাপের ক্ষেত্রেও তারা জানতো তিন পয়েন্টই গ্রুপ 'ই' তে অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট হবে

Morocco Football (Photo Credit: @MimosaFawaz/ X)

Morocco qualified for FIFA World Cup 2026: মরক্কো ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর মূল পর্বে যোগ্যতা অর্জনকারী প্রথম আফ্রিকান দেশ হয়েছে। গতরাতে রাবাতে তারা ১০ জনের নাইজারের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে সহজ জয় পেয়েছে। অ্যাটলাস লায়ন্সরা (Atlas Lions) কাতারে ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছিল। আগামী বিশ্বকাপের ক্ষেত্রেও তারা জানতো তিন পয়েন্টই গ্রুপ 'ই' তে অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ শুক্রবার এর আগে তানজানিয়া কঙ্গো-ব্রাজাভিলে ১-১ ড্র করে, যা তাদের সমীকরণ সহজ করে দেয়। ম্যাচের কথা বলতে গেলে, নাইজারের আব্দুল-লাতিফ গুমে (Abdoul-Latif Goumey) ২৬ মিনিটে তার দ্বিতীয় হলুদ কার্ডের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর মরক্কোর জন্য খেলা আরও সহজ হয়ে যায় এবং তারা অনায়সে গোল করতে থাকে। গুমে মাঠ ছাড়ার তিন মিনিটের মাথায় প্রথম গোল করেন ইসমাইল সাইবারি (Ismael Saibari)। Ukraine vs France, FIFA World Cup Qualifiers 2026: কিলিয়ান এমবাপের গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করল মরক্কো

এরপর সাইবারি বিরতির আগে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সেকেন্ড হাফের খেলা শুরু হলে আইয়ুব এল কাবি (Ayoub El Kaabi) ৫১ মিনিটে মরক্কোর হয়ে তৃতীয় গোল করেন। খেলায় শক্তিশালী অবস্থানে থাকা উত্তর আফ্রিকার এই দলের হয়ে ৬৯ মিনিটে গোল করেন প্রাক্তন রেঞ্জার্স ফরওয়ার্ড হামজা ইগামানে (Hamza Igamane)। বেঞ্চ থেকে উঠে এসেই তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। এরপর ৮৪ মিনিটে আজেদিন ওনাহি (Azzedine Ounahi) গোল করে দলের ৫-০ ব্যব্ধানের বিশাল জয় নিশ্চিত করেন। একইসঙ্গে মরক্কো প্রিন্স মৌলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করে। এখানে উল্লেখ্য, আফ্রিকার বাছাইপর্ব থেকে আরও আটটি গ্রুপ বিজয়ী দল ২০২৬ চ্যাম্পিয়নশিপের জন্য আটলাস লায়ন্সের সাথে যোগ দেবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement