Argentina: বন্যার ভেনেজুয়েলায় মাঠ পুকুরে আটকে গেলেন মেসিরা, প্রথম পর্বে ১৯ পয়েন্টে শীর্ষে থেকে শেষ আর্জেন্টিনার
তিন মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরলেন লিওনেল মেসি। তবে হ্যারিকেন মিল্টনের প্রভাবে হওয়া ব্যাপক বৃষ্টিতে ভেনেজুয়েলার মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামের মাঠ একেবারে পুকুর বনে গেল।
তিন মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে হ্যারিকেন মিল্টনের প্রভাবে হওয়া ব্যাপক বৃষ্টিতে ভেনেজুয়েলার মাতুরিনের মনুমেন্টাল স্টেডিয়ামের মাঠ একেবারে পুকুর বনে গেল। কার্যত সেই পুকুর বনে যাওয়া মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-১ গোলে আটকে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১৩ নিকোলাম ওতামেন্ডির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৬৫ মিনিটে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান হোসে রোনদোন গিমিনেজ। বল একটা সময় জলে আটকে যাচ্ছিল। তার মধ্যেই চলছিল খেলা। খেলা শেষে ক্ষোভ উগড়ে মেসি বললেন, এইমাঠে খেলা হয় না। আর্জেন্টিনা শিবিরের দাবি,তাদের জোর করে খেলার অযোগ্য এই মাঠে খেলানো হল। ম্যাচের আগে মাঠে বন্যার জল ঢুকে যাওয়ায় ম্যাচ শুরু হতে আধঘণ্টা দেরী হয়। জল ভর্তি মাঠে সেভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না মেসি, আলভারেজ-রা।
খারাপ আচরণের কারণে ফিফার শাস্তিতে নির্বাসিত থাকায় এদিন খেলতে পারেননি আর্জেন্টিনার গোলকিপার এমিলিনো মার্টিনেজ। মার্টিনেজের অনুপস্থিতি মেসিদের গোলের নিচে বেশ কিছু ভাল সেভ করলেন জেরোনিমো রুল্লি।
দেখুন কীভাবে জল জমে থাকা মাঠে খেলতে হল মেসিদের
প্রসঙ্গত, এর আগের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।
লাতিন আমেরিকার বাছাই পর্বে প্রথম পর্বের খেলা শুরু করল আর্জেন্টিনা। মানে দক্ষিণ আমেরিকার যে ১০টি দেশ ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতাঅর্জনের জন্য খেলছে। তার মধ্যে সবার বিরুদ্ধে একবার করে খেলে ফেললেন মেসিরা। লাতিন আমেরিকার বাছাই পর্বে প্রথম লেগের শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শেষ করল আর্জেন্টিনা (১৯)। ৯টি খেলে ৬টি-তে জয়, ২টি ড্র ও একটিতে হারে বিশ্বচ্যাম্পিয়নরা। সমসংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় দুই নম্বরে কলম্বিয়া (১৬ পয়েন্ট)। ৮ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে তিনে আছে উরুগুয়ে। পাঁচ ম্যাচের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৯ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে চারে আছে। লিগ তালিকায় প্রথম পাঁচটি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। ষষ্ঠস্থানে থাকা দলকে প্লে অফে খেলে উঠাতে হবে। এখন পাঁচ, ছয় ও সাত নম্বরে আছে যথাক্রমে ইকুয়েডর (১২ পয়েন্ট), বলিভিয়া (১২ পয়েন্ট) ও ভেনেজুয়েলা (১১ পয়েন্ট)। এবার দ্বিতীয় বা ফিরতি পর্বের খেলা শুরু হবে। ফিরতি পর্বে আর্জেন্টিনার খেলা আগামী বুধবার ১৯ অক্টোবর। দেশের মাটিতে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া।