FIFA World Cup 2022: কাতারে অঘটনের কাব্যে এবার আফ্রিকার দেশও, বেলজিয়ামকে জোড়া গোলে হারাল মরক্কো
কাতার বিশ্বকাপে অঘটনের তালিকায় এবার যোগ হল আফ্রিকার দেশ। টুর্নামেন্টের ফেভারিট বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল মরক্কো।
দোহা, ২৭ নভেম্বর: কাতার বিশ্বকাপে অঘটনের তালিকায় এবার যোগ হল আফ্রিকার দেশ। টুর্নামেন্টের ফেভারিট বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিল মরক্কো। ব্রাজিলের পর ফিফা ব়্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা তারকা খচিত বেলজিয়ামকে দাঁড়াতেই দিল না মরক্কো। চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে রখে দিয়েছিল মরক্কো।
দু ম্যাচে চার পয়েন্ট পেয়ে মরক্কো এখন নক আউটে ওঠার স্বপ্ন দেখছে। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের ৭৩ মিনিটে প্রথম গোলটি করেন আবদেলহামিদ সাবিরি। এরপর ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান জাকারিয়া আবৌখালাল। আরও পড়ুন-Japan: হারি জিতি করি সাফ, হারের পরেও জাপানী সমর্থকদের গ্যালারি সাফ
দেখুন ফিফার টুইট
প্রথমার্ধে মরক্কোর একটি গোল বাতিল করেছিল VAR। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়াম। ২ ম্যাচে লুকাকুদের পয়েন্ট দাঁড়াল ৩। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়াম খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, আর মরক্কোর প্রতিপক্ষ হবে কানাডা।