FIFA Women's World Cup Day 8 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ৮, জানুন ম্যাচের সূচি

আজ মহিলা ফিফা বিশ্বকাপে মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস, পর্তুগাল বনাম ভিয়েতনাম এবং অস্ট্রেলিয়া বনাম নাইজেরিয়া

US Football Team (Photo Credit: ESPN Australia & NZ/ Twitter)

ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ২৭ জুলাই গ্রুপ 'ই' র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস। এরপর গ্রুপ 'ই'র পরের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ভিয়েতনাম এবং দিনের শেষ ম্যাচে গ্রুপ 'বি'র ম্যাচে অস্ট্রেলিয়া বনাম নাইজেরিয়া খেলবে। Messi Consoles DJ Khaled's Son: কান্নায় ভেঙ্গে পড়ল ডিজে খালেদ পুত্র, সামলালেন লিওনেল মেসি (দেখুন ভিডিও)

বৃহস্পতিবার, ২৭ জুলাই

গ্রুপ ই: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস (১-১ গোলে ড্র)

গ্রুপ ই: পর্তুগাল বনাম ভিয়েতনাম (দুপুর ১ঃ০০ টায়)

গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া বনাম নাইজেরিয়া (দুপুর ৩ঃ৩০ টায়)

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।